সব এলাকা সমান সুবিধা পাবে

রিকন্ডিশন মোটর ব্যবসায়ী সমিতির সভায় মেয়র প্রার্থী মো. রেজাউল করিম

‘চট্টগ্রাম নগরীতে এখনো কিছু এলাকা রয়েছে যেখানে নাগরিক সুবিধা পৌঁছে অন্যান্য এলাকার চেয়ে অনেকটাই কম। এসব এলাকাকে মানুষ এখনো গ্রাম বলে। নগরীর সব এলাকাকে সমান সুযোগ সুবিধার আওতায় নিয়ে আসতে। আগামী নির্বাচনে আপনাদের ভোটে সিটি মেয়র নির্বাচিত হলে নগরবিদদের সাথে বসে নগরের প্রতি ইঞ্চি জায়গাকে উন্নয়ন পরিকল্পনায় এনে সত্যিকারের বাণিজ্যিক মেগাসিটি হিসেবে গড়ে তুলব।’

গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম রিকন্ডিশন মোটর সাইকেল ব্যবসায়ী কল্যাণ সমিতির সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নগরের প্রত্যেকটি ওয়ার্ডে সুষম উন্নয়নের মাধ্যমে স্বপ্নের মেগা সিটি গড়ার অঙ্গীকার ব্যক্ত করে আওয়ামী লীগ মনোনীত চসিক মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী এ কথা বলেন।

রিকন্ডিশন মোটর সাইকেল ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. জাকারিয়া জাহেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোরশেদুল করিম চৌধুরী সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর প্রার্থী লায়ন এম আশরাফুল আলম।

আরও বক্তব্য রাখেন ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইসহাক, আবুল কালাম, শ্রম বিষয়ক সম্পাদক মো. আমির উদ্দিন, এ ইউনিট আওয়ামী লীগের সভাপতি হাফেজ আহাম্মদ, বি ইউনিট আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদ আলী খান বাহাদুর, এ ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ইসমাইল, যুব গণফোরম নেতা মো. আদিল আহমেদ, যুবলীগ নেতা মো. জাবেদ, দেলোয়ার হোসেন বাঁচা, চান্দগাঁও থানা ছাত্রলীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুল্ল­াহ আল আহসান হিমেল ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলাম ইরাদ। বিজ্ঞপ্তি