সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবি

সিপিবি’র পথসভা
সারাদেশে করোনা ভাইরাস মোকাবিলায় সচেতনতা বৃদ্ধিতে এবং সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার সকালে সিপিবি, কোতোয়ালী থানা, চট্টগ্রামের উদ্যোগে নগরীর বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ, প্রচারপত্র বিলি ও বিভিন্ন মোড়ে ৪টি পথসভা অনুষ্ঠিত হয়।
সিপিবি কোতোয়ালি থানার সভাপতি কমরেড প্রদীপ ভট্টাচার্যের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উজ্জ্বল শিকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন মৃণাল চৌধুরী, উত্তম চৌধুরী, নুরুচ্ছাফা ভূঁইয়া, অমৃত বড়ুয়া, সিতারা শামিম, অমিতাভ সেন, দেবাশীষ সেন, শ্যামল লোধ, জাবেদ চৌধুরী ও রাশিদুল সামির প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, ‘বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। ব্যক্তিগতভাবে করোনা প্রতিরোধ করা মানুষের পক্ষে সম্ভব নয়, সরকার ও রাষ্ট্রের উদ্যোগেই প্রতিরোধ করা সম্ভব।’
নেতৃবৃন্দ বিনামূল্যে ও সুলভে করোনা সুরক্ষা সামগ্রী সরবরাহ করা, জেলা উপজেলায় বিনামূল্যে করোনা পরীক্ষা করা এবং সময়মত রিপোর্ট দেওয়া, করোনা রোগীদের জন্য উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করাসহ কর্মহীন জনগোষ্ঠীর জন্য সরকারের পক্ষ থেকে খাদ্য ও নগদ টাকা দেয়ার আহ্বান জানান। বক্তারা স্বাস্থ্যসেবা ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার দাবি জানান। বিজ্ঞপ্তি