সন্দ্বীপের হারামিয়া ও মগধরায় ইউপি নির্বাচন কাল

নিজস্ব প্রতিনিধি, সন্দ্বীপ :

সন্দ্বীপ উপজেলায় হারামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শূন্য পদে কাল ২০ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তবে হারামিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে কোনো সংশয় না থাকলেও মগধরা ইউনিয়নের ৭ নম্বর সাধারণ ওয়ার্ডের সদস্য পদের উপ-নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে কিনা তা নিয়ে এলাকার অনেকের মনেই প্রশ্ন রয়েছে।
এ লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানালেন উপজেলা রিটার্নিং অফিসার কাজী রবিউস সারোয়ার।
তিনি জানান, ভোট কেন্দ্রে গিয়ে ভোটাররা যাতে নির্বিঘেœ ভোট দিতে পারে তার নিরাপত্তা বিধানে সন্দ্বীপ উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ ৫ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এ ছাড়া আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ আনসারের পাশাপাশি, কোস্টগার্ডও থাকবে।
হারামিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রের মোট ভোটার সংখ্যা-১৩৪২৮ তার মধ্যে পুরুষ-৬৫৯১, মহিলা-৬৮৩৭ জন।
অন্যদিকে মগধরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১টি কেন্দ্রের মোট ভোটার সংখ্যা-২৩৫৪, এর মধ্যে পুরুষ-১১৪৯, মহিলা-১২০৫ জন।
উল্লেখ্য, হারামিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী খসরু ও মগধরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য মো. আবু ছাফার মৃত্যুতে এ পদগুলো শূন্য ঘোষিত হয়।