সন্দ্বীপের ঘরে ঘরে চলছে স্বজনদের আহাজারি

ওমানে ৯ জন হতাহত

নিজস্ব প্রতিনিধি, সন্দ্বীপ :

১৩ ফেব্রুয়ারি ওমানের স্থানীয় সময় ভোর ৬ টার দিকে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মধ্যপ্রাচ্যের ওমানের দুখোম শহরে সন্দ্বীপের ৯ জন প্রবাসীর হতাহতের খবর পাওয়া গেছে। তার মধ্যে ৫জন ঘটনাস্থলেই নিহত হন এবং বাকি ৪জন গুরুতর আহত হন। এ ঘটনায় সন্দ্বীপের আহত-নিহতদের ঘরে ঘরে চলছে শোকের মাতম।

রবিবার বিকেলে নিহত মিনহাজের (২২) বাড়িতে গিয়ে দেখা গেছে, আত্মীয় স্বজনদের কান্নার রোল। বড় ছেলেকে হারিয়ে মিনহাজের মা মূর্চ্ছা যাচ্ছেন বার বার। তাকে অন্যরা সান্ত¡না দিয়েও কান্না থামাতে পারছেন না। মিনহাজের জেঠা মো. মনির এ প্রতিবেদককে জানান, গত দেড় বছর পূর্বে মিনহাজের বাবা আবুধাবি প্রবাসী মো বেলাল তার ছেলেকে ফিশিংয়ের কাজ নিয়ে ওমানে পাঠান। আশা ছিল ছেলে বাড়িতে ছুটিতে আসলে বিয়ে করিয়ে ঘরে বউ তুলবেন। তাদের সে আশার পূরণ হলো না-একথা বলেই মিনহাজের জেঠা কান্নায় ভেঙে পরেন। মিনহাজের মা ছাড়াও তার দুটি ছোট ভাই ও একটি বোন আছে। উল্লেখ্য, ১৩ ফেব্রুয়ারি ওমানের সড়ক দুর্ঘটনার কবলে পড়া গাড়িতে থাকা ১০ বাংলাদেশির ৯ জনই সন্দ্বীপের। অপরজন ফেনীর।