সংগঠনের উন্নতির জন্য সততার বিকল্প নেই

জেলা পরিষদ কর্মকর্তা কর্মচারী সমিতির চেক বিতরণ

যে কোন সংগঠনের অকল্পনীয় উন্নতির জন্য সংগঠনের সদস্যগণের সততা, আন্তরিকতা, বিশ^স্ততার বিকল্প নেই। এসব উপাদান না থাকলে সংগঠনের কাক্সিক্ষত উন্নতি কখনো সম্ভব নয়। তাই এসব গুণাবলীই যে কোন সেবামূলক সংগঠনের মূলমন্ত্র হওয়া উচিত। যে সব সংগঠনের সদস্যদের মাঝে নীতি নৈতিকতা রয়েছে সে সব সংগঠন যুগের পর যুগ মানুষের ভালোবাসায় সমাজে টিকে থেকে মানবসেবায় মগ্ন থাকে আর এর বিপরীতধর্মী সংগঠনসমূহ ঘৃণার আস্তাকুঁড়ে নিজের অবস্থান নির্ণয় করে নেয়। চট্টগ্রাম জেলা পরিষদ কর্মকর্তা কর্মচারী সমিতির সদস্যগণের মাঝে এসব গুণাবলী থাকায় এ সংগঠন আজ অনেক উচ্চাসনে তার স্থান করে নিয়েছে। জেলা পরিষদ কর্মকর্তা কর্মচারী সমিতির সদস্যদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি মোহাম্মদ ওয়াহিদুর রহমান মিরাজ এ মন্তব্য করেন।
সাধারণ সম্পাদক মো. এজাজের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অন্যদের মাঝে মোহাম্মদ আজিজুল হক, মো. ইছমাইল, রনজিৎ কুমার সরকার, মোঃ জামাল উদ্দিন, আবদুল মতিন সবুজ, মো. ইউছুপ, ভাস্কর দেব, মোহাম্মদ ইসহাক, ইছমাইল হোসেন, কার্তিক দাশ, জাফর আহমদ, রনজিৎ দাশ, দিদারুল আলম, মোহাম্মদ আলমগীর, বনবিহারী শীল প্রমুখ বক্তব্য রাখেন।
উল্লেখ্য এই সংগঠনের ৪৭ জন সদস্যদের মাঝে সর্বমোট ৩১ লক্ষ ৬৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। বিজ্ঞপ্তি