সংকটকালে দার্শনিকদের কার্যকর ভূমিকা রাখা জরুরি

চবি দর্শন বিভাগে বিশ্ব দর্শন দিবস উদযাপন অনুষ্ঠানে বক্তারা

‘কোভিড-১৯ মহামারি সারাবিশ্বে একটি নতুন বাস্তবতার সম্মুখীন করেছে। করোনাকালে মানুষ নানা ধরনের সংকট, বিশেষত নৈতিক সংকটে পড়েছে। জীবনের অর্থ, মানবিকতা, জীবন-জীবিকা এবং রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতার প্রশ্নে বর্তমান সংকটকালে দার্শনিকদের একটি কার্যকর ভূমিকা রাখার সুযোগ ও দায়িত্ব রয়েছে। বিচারমূলক-বিশ্লেষণের মাধ্যমে বিদ্যমান সমস্যায় গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ রয়েছে।’
বিশ্ব দর্শন দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ আয়োজিত সেমিনার সভায় বক্তারা উপরোক্ত বক্তব্য তুলে ধরেন।
চবি দর্শন বিভাগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত সেমিনার সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় সভাপতি প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান। সেমিনারে ‘দ্য রোল অব ফিলোসফি ইন দ্য করোনা পেনডেমিক’ শীর্ষক মাল্টিমিডিয়া পেজেন্টেশন উপস্থাপন করেন বিভাগের সহযোগী অধ্যাপক মাছুম আহমেদ।
সভায় আলোচনায় অংশ নেন বিভাগের জ্যেষ্ঠ প্রফেসর ড. নূসরত জাহান কাজল, প্রফেসর ড. মো. আব্দুল মান্নান, প্রফেসর ড. এএফএম এনায়েত হোসেন, সহযোগী অধ্যাপক মোহা¤মদ মোজাম্মেল হক, ড. মো. কোরবান আলী, সহকারী অধ্যাপক শিরিন আকতার, জওশন আরা জলি, প্রভাষক নাসরিন আকতার ও মো. জুলকারনাইন। অনুষ্ঠান সঞ্চালন করেন বিভাগের প্রভাষক মো. নাজেমুল আলম মুরাদ। বিজ্ঞপ্তি