শ্রীলঙ্কা জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান জয়াবর্ধনে

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :
শ্রীলংকা জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন দেশটির সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। কমিটিতে সদস্য হিসেবে আছেন দেশটির সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারাও। বর্তমানে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন সাঙ্গাকারা। দেশের ক্রিকেট ও অন্যান্য খেলাধুলার উন্নতিতে কাজ করার সুযোগ পেলেন জয়াবর্ধনে-সাঙ্গাকারা।
দেশটির ক্রীড়া পরিষদের নতুন সদস্য নিয়োগ দেন শ্রীলংকান ক্রীড়ামন্ত্রী নামাল রাজাপাকসে। ১৪ জনের এই কমিটি দেশটির ক্রীড়াঙ্গনের উন্নতিতে আগামী দুই বছর ক্রীড়ামন্ত্রীর পরামর্শক হিসেবে কাজ করবে। দেশের হয়ে ১৪৯ টেস্টে ১১৮১৪ রান, ৪৪৮ ওয়ানডেতে ১২৬৫০ রান ও ৫৫টি টি-টোয়েন্টিতে ১৪৯৩ রান করেছেন ৪৩ বছর বয়সী জয়াবর্ধনে।
অধিনায়ক হিসেবেও দলকে বহু সাফল্য এনে দিয়েছেন এ সাবেক এ ব্যাটসম্যান। তার অধীনে ২০০৭ সালে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল শ্রীলংকা। অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপার স্বাদ পায়নি তার দল।
জয়াবর্ধনের মতই শ্রীলংকার ক্রিকেটে বড় অবদান আছে আরেক তারকা ৪২ বছর বয়সী সাঙ্গাকারার। দেশের হয়ে ১৩৪ টেস্টে ১২৪০০ রান, ৪০৪ ওয়ানডেতে ১৪২৩৪ রান ও ৫৬টি টি-টোয়েন্টিতে ১৩৮২ রান করেছেন তিনি। সাঙ্গাকারার নেতৃত্বে ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠে ভারতের কাছে হেরে যায় শ্রীলংকা। খবর : ডেইলিবাংলাদেশ’র।