শোষণ থেকে মুক্তির লড়াইয়ে মাস্টারদা সূর্য সেন অনুপ্রেরণার উৎস

বাসদ ও ছাত্র ইউনিয়নের শ্রদ্ধাঞ্জলি

মাস্টারদা সূর্যসেনের ফাঁসি দিবসে গতকাল সকাল টায় নগরীর জেএমসেন হল প্রাঙ্গণে সূর্যসেনের আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলা শাখা

সময় উপস্থিত ছিলেন বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য সচিব শফিউদ্দিন কবির আবিদ, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের  কেন্দ্রীয়  সভাপতি সীমা দত্ত, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের ইনচার্জ ইন্দ্রানী ভট্টাচার্য সোমা, দলের জেলা কমিটির সদস্য আসমা আক্তার,জাহেদুন নবী কনক, আসমা আক্তার, দীপা মজুমদার প্রমুখ

পুষ্পস্তবক অর্পণ শেষে এক সভায় নেতৃবৃন্দ বলেন, আজ যখন সংকটের ঘোর অন্ধকার রাজনীতিসমাজনীতিশিক্ষাসংস্কৃতিমূল্যবোধ সমস্তকিছুতে পচন ধরেছে,  তখন সূর্যসেনের মহৎ  চরিত্র সংগ্রাম আমাদের পথ দেখায় পুঁজিবাদসাম্রাজ্যবাদী শোষণশাসন থেকে মুক্তির লড়াইয়ে  মাস্টারদা সূর্য সেন প্রেরণার উৎস হয়ে থাকবেন

ছাত্র ইউনিয়নের স্মরণসভা

বৃটিশ বিরোধী আন্দোলনের নেতা মাস্টার দা সূর্য সেনের ফাঁসি দিবসে জে এম সেন হল প্রাঙ্গণে মাস্টার দা সূর্য সেনের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম জেলা সংসদ

শ্রদ্ধাজ্ঞাপন শেষে মাস্টার দা স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সদস্য চট্টগ্রাম জেলা সভাপতি  সভাপতি এ্যানি সেন

ছাত্র ইউনিয়ন, কোতোয়ালী থানা সংসদের কোষাধ্যক্ষ  অয়ন সেনগুপ্তের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন,  কোতোয়ালী থানার শিক্ষা গবেষণা সম্পাদক এস এম নাবিল , পাহাড়তলী সংসদের সদস্য শুভ নাথ, আন্দরকিল্লা আঞ্চলিক শাখার যুগ্ন আহ্বায়ক নিলয় সেন প্রমুখ

বক্তারা বলেন, ‘দেশমাতৃকাকে বৃটিশ উপনিবেশিক শাসকের হাত থেকে বাঁচানোর দৃঢ় সংকল্প নিয়ে যুদ্ধে অবতীর্ণ হয়ে এই বিপ্লবীরা হাসি মুখেই প্রাণ দিয়েছিলেন

সভায় বক্তারা আরো বলেন, ‘ব্রিটিশ সাম্রাজ্যবাদ পরাজিত হয়েছে, পাকিস্তানি শাসকদের এদেশ থেকে বিতাড়িত করেছে এদেশের মুক্তিকামী মানুষ কিন্তু আজো আমাদের লড়াই করতে হচ্ছে বাক স্বাধীনতার জন্য, অসাম্প্রদায়িক রাষ্ট্রের জন্য, গণতান্ত্রিক শোষণ বৈষম্যহীন সমাজের জন্য মানবিক পৃথিবী বিনির্মাণে আমাদের এই লড়াইয়ে মাস্টার দা সূর্য সেন আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবেন বিজ্ঞপ্তি