শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ

জন্মদিনের অনুষ্ঠানে বক্তারা

রাউজান : আমাদের রাউজান প্রতিনিধি জানায়, প্রধানমন্ত্রী  শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এবিএম. ফজলে করিম চৌধুরী ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ও  সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সার্বিক সহযোগিতায় চট্টগ্রামের রাউজান উপজেলার ৬টি এতিমখানার প্রায় ২শ জন শিক্ষার্থীর মাঝে খাবার বিতরণ ও নগদ টাকা উপহার দেওয়া হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর দুপুর ১২ টায় রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বেরুলিয়াস্থ সালাম-লায়লা হেফজখানা ও এতিমখানায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম। সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন জামাল চিশতীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র ও রাউজান উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ। বক্তব্য রাখেন রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জানে আলম জনি, রাউজান উপজেলা যুবলীগের সহ-সভাপতি সারজু মো. নাসের, রাউজান পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক রোকন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক দীপলু দে দীপু, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি মো. সাইদুল ইসলাম, ইমতিয়াজ জামাল নকিব, সাইফুল ইসলাম মেম্বার, নুরুল আবসার, সেকান্দর হোসেন, সাবের হোসেন, মোহাম্মদ এরশাদ, তারেক হাসান, মো. রিফাত, নোমান বিন আজিজি, মো. মিজানুর রহমান, আরফান গণি ফাহিম,অনিক ভট্টাচার্য, আরফানুল ইসলাম আবির, ফরহানুল ইসলাম, মোহাম্মদ নাহিদ, মিজানুর রহমান মুবিন প্রমুখ। রাউজান উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ,সেচ্ছাসেবক লীগ, বাংলার মুখ পৃথক পৃথকভাবে কর্মসুচি পালন করেন। গত ২৮ সেপ্টেম্বর সকালে রাউজান উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল। বশির উদ্দিন খাঁনের সঞ্চালনায় বক্তব্য রাখেন আনোয়ারুল ইসলাম,শাহ আলম চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী,জানে আলম জনি, রাউজান পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, সৈয়দ আব্দুল জব্বার সোহেল প্রমুখ। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল শেষে রাউজান সরকারি কলেজ জামে মসজিদে রাউজান উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে রাউজান উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা যুবলীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জম্মদিন উপলক্ষে দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তির টাকা বিতরন করা হয় । উপজেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগ, রাউজান সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষের চারা বিতরন করা হয় ।

চন্দনাইশ : আমাদের চন্দনাইশ প্রতিনিধি জানায়, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে সারাদেশের ন্যায় চন্দনাইশের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বৃক্ষরোপণ, দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়েছে।

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্স : চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্স পক্ষ থেকে সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরীর সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ : চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে হযরত শাহ্ আমিনুল্লাহ (র.) মাজার প্রাঙ্গনে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. কাইসার উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ হয়। এ সময় উপজেলা আলহাজ্ব মো.আবু আহমেদ চৌধুরী জুনু, মাহাবুবুল আলম চৌধুরী, বলরাম চক্রবর্ত্তী, সম্পাদক ফরিদুল ইসলামসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পৌরসভা আওয়ামী লীগ : চন্দনাইশ পৌরসভা আওয়ামী লীগের পক্ষ থেকে বিকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে সংগঠনের সভাপতি মো. কাইছার উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে দোয়া মাহফিল ও কেক কাটা হয়। এ সময় সংগঠনের পৌরসভা ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা যুবলীগ : চন্দনাইশ উপজেলা যুবলীগের পক্ষ থেকে সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে বাদামতল জোয়ারাস্থ মাসুমা কনভেনশন সেন্টারে সংগঠনের আহ্বায়ক মো. তৌহিদুল আলমের সভাপত্তিত্বে যুগ্ন আহ্বায়ক এ.এস.এম মুছা ও যুগ্ন আহ্বায়ক মো. মুরিদুল আলম মুরাদের সঞ্চালনায় দোয়া মাহফিল, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

পৌরসভা যুবলীগ : চন্দনাইশ পৌরসভা যুবলীগের পক্ষ থেকে বিকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে গাছবাড়ীয়া নিত্যানন্দ গৌরচন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠান সংগঠনের সভাপতি মো. সিরাজুল ইসলাম চৌধুরী সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. লোকমান হাকিমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথি চৌধুরী প্রমুখ। এ সময় সংগঠনের উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কলেজ, পৌরসভা ও উপজেলা ছাত্রলীগ : গাছবাড়ীয়া সরকারি কলেজ ছাত্রলীগ, চন্দনাইশ পৌরসভা ছাত্রলীগ, দোহাজারী পৌরসভা ছাত্রলীগ ও উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে গাছবাড়ীয়া নিত্যানন্দ গৌরচন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ও দোহাজারীতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. সাইফুদ্দিন মানিক। এ সময় গাছবাড়ীয়া সরকারি কলেজ ছাত্রলীগ, চন্দনাইশ পৌরসভা ছাত্রলীগ, দোহাজারী পৌরসভা ছাত্রলীগ ও উপজেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পটিয়া : আমাদের পটিয়া প্রতিনিধি,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে পটিয়ায় ছাত্রলীগের উদ্যোগে এতিমদের মাঝে খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর সকালে পটিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল, এতিমদের মাঝে খাবার বিতরণ ,বৃক্ষরোপন ও বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন  আ.ক.ম. শামসুজ্জামান চৌধুরী, পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, আবদুল খালেক, আলমগীর আলম, এমএনএ নাছির, গোফরান রানা। দোয়া মাহফিলে দেশরত্ম প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করা হয়। পরে বিভিন্ন এতিমখানায় এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।

দীঘিনালা : আমাদের দীঘিনালা প্রতিনিধি জানায়, দীঘিনালায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়েছে। এ উপলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সোমবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্ম বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এসময় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে এবং ৭৫ সনে ঘাতকের বুলেটে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকলের আত্বার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা আওয়ামী  লীগের সভাপতি এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. মাহবুব আলম,  এফএম আলমগীর, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল মিন্টু এবং বোয়ালখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নন্দু কুমার দে। পরে সকলের মাঝে মিষ্টি ও জন্মদিনের কেক পরিবেশন করা হয়।

চকরিয়া : আমাদের চকরিয়া প্রতিনিধি জানায়,বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করেছে চকরিয়া উপজেলা আওয়ামী লীগ।গত সোমবার বেলা ১২টায় চকরিয়া থানা রাস্তার মাথাস্থ সিস্টেম চকরিয়া কমপ্লেক্সে বঙ্গবন্ধু ও বাংলাদেশ কর্ণারের হলরুমে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত খতমে কোরআন ও দোয়া মাহফিল পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য দেন, কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম এমএ। খতমে কোরান ও দোয়া মাহফিল উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফাসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, শাহনেওয়াজ তালুকদার, এমআর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও কাকারা ইউপি চেয়ারম্যান শওকত ওসমান, আবু মুছা, রোস্তম শাহরিয়ার, সাইফুদ্দিন মামুন, হেলাল উদ্দিন হেলালী, জামাল উদ্দিন প্রমুখ। সভায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে মাননীয় প্রধানমন্ত্রীর সুস্থ সুন্দর ও কর্মময় শতায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি কক্সবাজার জেলার সভাপতি মুহাম্মদ রুহুল কুদ্দুছ আন্ওয়ারী আল আযহারী। মাহফিলে অংশ নেন, চকরিয়া উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক ও রাজাখালী বেসাতুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ কফিল উদ্দিন ফারুকী, কাকারা তাজুল উলুম মাদ্রাসার শিক্ষক ও সোসাইটি জামে মসজিদের সম্মানীত খতিব হাফেজ বশির আহমদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক আলেম উলামা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের আয়োজনে খতমে কোরআন ও দোয়া মাহফিল এবং আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠিত খতমে কোরআন  দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী। এতে বিশেষ অতিথি চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মকছুদুল হক ছুট্টু, চকরিয়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ও চকরিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেসমিন হক জেসি চৌধুরী। চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন এর সঞ্চালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের আয়োজনে উপস্থিত ছিলেন জাফর আলম সিকদার, ফেরদৌস ওয়াহিদ, পরিমল বড়–য়া প্রমুখ।  আলোচনা সভার আগে সকালে চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদীর ব্যক্তিগত উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আওয়ামীলীগ সভাপতি বঙ্গবন্ধুর কন্যা, মানবতার জননী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে চকরিয়া উপজেলার পহরচাঁদা সাংগঠনিক ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে প্রধানমন্ত্রীর জন্মদিনের আনুষ্ঠানিকতা উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কক্সবাজার জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক এবং জেলা পরিষদের সম্মাণিত সদস্য লায়ন আলহাজ কমরউদ্দিন আহমদ। এরপর তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে একটি কেক কাটেন। পহরচাঁদা সাংগঠনিক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পরিষদের প্যানেল চেয়ারম্যান নিয়াজুল ইসলাম বাদলের সভাপতিত্বে মিলাদ মাহফিল পরবর্তী অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। এতে প্রধান অতিথির বক্তব্য দেন লায়ন কমরউদ্দিন আহমদ।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা জামাল উদ্দিন জয়নাল, সেলিম উল্লাহ বাহাদুর, শামশু উদ্দীন চৌধুরী। গত সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে খতমে কোরআন ও দোয়া মাহফিল শেষে আলেম ওলামা ও মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং পরিষদের সদস্যরা প্রধানমন্ত্রীর জন্মদিনের কেক কাটেন। মিলাদ শেষে ইউনিয়ন পরিষদ মিলনায়নে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কাজলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক আজিম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের নানা আয়োজনে উপস্থিত ছিলেন নুরুল আমিন,রাহুল বড়ুয়া,মাস্টার সাইফুল ইসলাম বাবুসহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চকরিয়া পৌরসভার উদ্যোগে মেয়র আলমগীর চৌধুরীর পক্ষথেকে বর্ণিল আয়োজনে জন্মদিনের একগুচ্ছ কর্মসুচি পালিত হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর চকরিয়া পৌরসভা মিলনায়তনে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল ও আলোচনা। পরে চকরিয়া পৌরসভার মেয়র কাউন্সিলর কর্মকর্তা-কর্মচারী এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিনে কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি কক্সবাজার-১(চকরিয়া- পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম।

অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন চকরিয়া পৌরসভার মেয়র উন্নয়নের রুপকার ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী।

এতে প্রধান বক্তা ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ফাসিয়াখালী ইউনিয়ন পরিষদে বার বার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব গিয়াজ উদ্দিন চৌধুরী। অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমআর চৌধুরী, চকরিয়া পৌরসভার সচিব মাসউদ মোরশেদ, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু মুসা, চকরিয়া পৌরসভার আওয়ামী লীগের সহ-সভাপতি মোসলেহ উদ্দিন মানিক, পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর বশিরুল আইয়ুব, জাফর আলম কালু, জামাল উদ্দিন, মুজিবুল হক মুজিব,  আন্জুমান আরা, হাসানগীর হোসাইন,  আমান উদ্দিন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন পৌরসভার সড়ক বাতি পরিদর্শক রাজীব চৌধুরী।