শুরু থেকেই খেলবেন মেসি : কোচ

Barcelona's Argentine forward Lionel Messi smiles during the Spanish League football match between Real Madrid and Barcelona at the Santiago Bernabeu stadium in Madrid on March 1, 2020. (Photo by GABRIEL BOUYS / AFP) (Photo by GABRIEL BOUYS/AFP via Getty Images)

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :
ফিট হয়ে করোনা পরবর্তী সময় প্রথম ম্যাচ থেকেই মাঠে নামছেন বার্সেলোনা মধ্যমনি লিওনেল মেসি। ডানপায়ের ঊরুতে সামান্য সমস্যা থাকলেও আগামী রবিবার মায়োর্কার বিরুদ্ধে মেসির মাঠে নামতে কোনওরকম সমস্যা হবে না বলেই জানালেন হেড কোচ কিকে সেতিয়েন। উল্লেখ্য, আগামী ১১ জুন অর্থাৎ বৃহস্পতিবার সেভিয়া বনাম রিয়াল বেটিস ম্যাচ দিয়ে করোনা পরবর্তী সময় শুরু হচ্ছে লা লিগা।
শনিবার ক্যাম্প নু’তে মেসি একাই পুরোদমে অনুশীলন করেছেন বলে জানিয়েছেন কোচ সেতিয়েন। তার আগে দু’দিন ক্যাম্প নু’র ট্রেনিং সেশনে মাঠের বাইরেই ছিলেন আর্জেন্তাইন সুপারস্টার। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছিল মেসির ফিটনেস নিয়ে। এমনকি একইসঙ্গে মায়োর্কার বিরুদ্ধে ম্যাচে তাকে পাওয়া যাবে কীনা, তা নিয়েও শুরু হয় জল্পনা। অবশেষে রবিবার কোচ কিকে সেতিয়েন জানিয়ে দেন সম্পূর্ণ ফিট হয়েই আগামী রবিবার মায়োর্কার বিরুদ্ধে মাঠে দেখা যাবে মেসিকে। শনিবার মায়োর্কা পৌঁছবে বার্সেলোনা।
সেতিয়েন বলেন, ‘কেবল মেসি নয়, দীর্ঘদিন পর অনুশীলনে ফিরে অল্পবিস্তর প্রত্যেকেই সমস্যার মধ্যে পড়েছে। ছোটখাটো সমস্যা সকলের মধ্যেই দেখা দিয়েছিল, প্রত্যেকেই সেই সমস্যা কাটিয়ে উঠেছে। মেসি এখন সম্পূর্ণ ঠিক আছে ওর কোনওরকম সমস্যা নেই।’ যদিও প্রথম ম্যাচের আগে আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন। এখনও দলগত অনুশীলনে মেসি যুক্ত না হওয়ায় সামান্য চিন্তা থেকেই যাচ্ছে।
চলতি মরশুমের শুরুতে অগাস্ট থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি ৩২ বছরে আর্জেন্তাইন তারকা কাফ মাসলে চোটের কবলে পড়েছিলেন। বাঁ-পায়ের ঊরুর সমস্যায় ফের সেপ্টেম্বরের শেষে দু’সপ্তাহের জন্য মাঠের বাইরে যেতে হয় তাকে। যদিও চোট সারিয়ে ফিরে আসার পর অল্প সময়ের মধ্যেই ফর্ম খুঁজে পান মেসি। চলতি মরশুমে ক্লাবের হয়ে ৩১ ম্যাচে লিওর নামের পাশে আপাতত ২৪ গোল।
২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে স্থগিত হয়ে যাওয়া লিগে শীর্ষে থেকেই শেষ করেছিল কিকে সেতিয়েনের ছেলেরা। দ্বিতীয়স্থানে থাকা রিয়াল মাদ্রিদের থেকে দু’পয়েন্ট এগিয়ে থেকে খেতাব ধরে রাখার লক্ষ্যে আগামী রবিবার পুনরায় অভিযান শুরু করবে কাতালান ক্লাবটি।
খবর : কলকাতাটোয়েন্টিফোর’র।