‘শিশু-মানসে সম্প্রীতি বুনন’ শীর্ষক কর্মশালা

স্কুল পর্যায়ে পঠিত বিভিন্ন ধর্মের পাঠ্য-বইয়ে আন্তঃধর্মীয় সম্প্রীতির জন্য সহায়ক এবং সহায়ক নয় এমন পাঠ সনাক্তকরণে একটি গবেষণা পরিচালিত হচ্ছে চট্টগ্রামে। শিশুর মানস গঠনে সম্প্রীতি বুনন-বিষয়ক এ গবেষণার অংশ হিসেবে একটি কর্মশালা ২১ নভেম্বর শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাব ভবনের সুপ্রভাত বাংলাদেশের সম্মেলন হলে অনুষ্ঠিত হয়।

দ্য নেটওয়ার্ক ফর রেলিজিয়াস অ্যান্ড ট্র্যাডিশনাল পিসমেকার এর তিনজন ফেলো যথাক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মাছুম আহমেদ, শান্তিকর্মী সনৎ কুমার বড়–য়া এবং ব্যাংকার ও শান্তিকর্মী শাসন বড়–য়া যৌথভাবে গবেষণাটি পরিচালনা করেছেন।

অধ্যাপক মাছুম আহমেদের নেতৃত্বে পরিচালিত কর্মশালায় তরুণ গবেষণা কর্মীদের মধ্যে অংশ নেন, সাংবাদিক তৃষ্ণিকা তালুকদার, আল ইমরান, গোলাম রব্বানী ইমার, ইনতিছার বিন ইসমাইল, কাজী তৌফিকা ইসলাম, পিংকি চক্রবর্তী ও প্রার্থী ঘোষ। গবেষণার আওতায় পরবর্তীতে স্কুল পর্যায়ের ধর্মীয় শিক্ষকদের কর্মশালাসহ আন্তঃধর্মীয় সম্প্রীতি রক্ষায় সংলাপ অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি