শাহাদাতের পোস্টার ছেঁড়া ও কর্মীদের হত্যার হুমকির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :

চসিক নির্বাচনে মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলা, পোস্টার লাগানোর সময় কর্মীদের উপর অতর্কিত হামলা, মাইকিং করতে বাধা এবং নেতাকর্মীদের বাসায় গিয়ে প্রাণনাশের হুমকির অভিযোগে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করা হয়েছে।
গতকাল শনিবার চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চসিক নির্বাচনের রিটার্নিং অফিসারের কার্যালয়ে শাহাদাত হোসেনের ব্যক্তিগত সচিব মারুফুল হক চৌধুরী এ অভিযোগ দায়ের করেন।
চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চসিক নির্বাচনের রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানানো হয়, ২৩ নম্বর উত্তর পাঠানটুলি ওয়ার্ডে বিএনপি মনোনীত মেয়র ও কাউন্সিলর প্রার্থীর পোস্টার লাগানোর সময় অতর্কিত হামলা ও পোস্টার ছিঁড়ে ড্রেনে ফেলার অভিযোগে প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ জাবেদের বিরুদ্ধে, ২৫ নম্বর রামপুরা ওয়ার্ডে বিএনপি মনোনীত মেয়র ও কাউন্সিলর প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলা, এলাকায় ভীতিকর পরিস্থিতির লক্ষ্যে ১০ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ ও নেতাকর্মীদের বাসায় গিয়ে প্রাণনাশের হুমকির অভিযোগে প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থীর সমর্থক সাইফুল ইসলাম পলাশের বিরুদ্ধে এবং ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ডে বিএনপি মনোনীত মেয়র ও কাউন্সিলর প্রার্থী পোস্টার ছেঁড়া ও মাইকিং করার সময় বাধা দেওয়ার অভিযোগে প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থীর সমর্থক জাহেদ ও পলাশের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ করা হয়।