শাইনিং আওয়ার স্কুলের অনন্য দৃষ্টান্ত

করোনার মহামারিতে আজ পুরা দেশ থমকে আছে। কোথাও কোন কিছুই আগের মত স্বাভাবিক নয়। বেড়ে গেছে বেকারের সংখ্যা,চাকরি হারিয়েছেন হাজার হাজার মানুষ কিন্তু এর মধ্যেও মহৎ এবং বড় মনের কাজ করলেন চট্টগ্রামের এক শিক্ষানুরাগী। গত ১৭ মার্চ থেকে শহরের সব স্কুল বন্ধ ঘোষণা হয়। এর মধ্যে নগরীর লালখানবাজারস্থ হাই লেভেল রোড এ অবস্থিত শাইনিং আওয়ার স্কুল এর প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী তার প্রতিষ্ঠানের ১৫ জন শিক্ষিকা, ৩ জন আয়া এবং সিকিউরিটি গার্ডসহ হিসাব এবং প্রশাসনিক কর্মকর্তাদের জুন মাস পর্যন্ত তিন মাসের বেতন পরিশোধ করেন। তারা গত তিন মাস স্কুলে কোন হাজিরা না দিলেও তাদের মাসিক বেতন তিনি পরিশোধ করেছেন। এমনকি তার নি¤œশ্রেণীর কর্মচারীদের ঈদের বিশেষ অর্থ উপহার হিসাবে দেন।
তিনি বলেন, শিক্ষকরা হলো জাতির মেরুদন্ড। তাদের জন্য কিছু করা আমার কর্তব্য। এইভাবে তিনি আগামী দিনগুলোতেও সবার পাশে থাকবেন এবং সহযোগিতা করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি