রোভার সহচররা সুনাগরিক হিসেবে গড়ে উঠবে

ওরিয়েন্টেশনে আশাবাদ

বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম জেলা রোভারের আওতাধীন আয়ুব বিবি সিটি করপোরেশন কলেজ রোভার স্কাউট গ্রুপের নবাগত রোভার সহচরদের ওরিয়েন্টেশন গতকাল ২৮ ফেব্রুয়ারি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
কলেজ অধ্যক্ষ মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে ওরিয়েন্টেশনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা রোভারের ডিআরএসএল স্কাউটার মোহাম্মদ এনাম।সিনিয়র রোভার মেট ইকরামুল হোসেন ইরফানের সঞ্চালনায় বক্তব্য রাখেন গ্রুপ সম্পাদক স্কাউটার মো. জমির উদ্দীন, রোভার পারভেজ সরকার, রোভার সাইফুল ইসলাম, রোভার সুমি আকতার।
প্রধান অতিথি বলেন, নবাগত রোভার সহচররা স্কাউট আন্দোলনে সম্পৃক্ত হয়ে নিজেকে যোগ্য, দক্ষ, ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে। বিশ্বব্যাপী অরাজনৈতিক সেবামূলক ও স্বেচ্ছাসেবী সংগঠন স্কাউটিং যুব বয়সী ছেলে মেয়েদের চৌকস ও আত্মনির্ভরশীল করতে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে নবাগত ৪৮ জন রোভার সহচরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে জেলার যেকোন কর্মকা-ে এই কলেজের রোভারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়। পরে রোভারদের পরিবেশনায় সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি