রেড জোনে খাবারের হোটেল খোলা রাখায় জরিমানা

কক্সবাজার

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

কক্সবাজার পৌর শহরে নির্দেশনা অমান্য করে রেড জোন এলাকায় খাবারের হোটেল খোলা রাখার দায়ে ২০ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে। বুধবার চারটি খাবার হোটেলের মালিককে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার মুক্তার এই অর্থদণ্ডের আদেশ দেন।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা শাহরিয়ার মুক্তার বলেন, জেলা প্রশাসন, পুলিশ বাহিনীসহ, পৌরসভার জনপ্রতিনিধিগণ, স্বেচ্ছাসেবকসহ সবাই নিরলস পরিশ্রম করে যাচ্ছে রেড জোন সম্পর্কিত নির্দেশনা বাসত্মবায়ন এবং জনস্বাস্থ্য রক্ষার জন্য। এড়্গেত্রে নাগরিকদের সর্বোত্তম সহযোগিতা আমাদের কাম্য। কিন’ অনেকেই দোকান বা হোটেল খোলা রাখছে। এতে নিজের, দশের এবং দেশের জনস্বাস্থ্যকে হুমকির মুখে ফেলছেন। এই রেড জোন বাস্তবায়নে বুধবার দুপুরে কক্সবাজার শহরের হাসপাতাল রোড এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নির্দেশনা অমান্য করে খোলা রাখায় চারটি খাবার হোটেলকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।