রেড ক্রিসেন্ট মানুষের সেবায় কাজ করছে

প্রতিবন্ধীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

করোনাকালীন সময়ে প্রতিবন্ধীদের পাশে মানবতার হাত বাড়িয়ে দিয়েছে রেড ক্রিসেন্ট চট্টগ্রাম। ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে শনিবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রামের উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের বাস্তবায়নে এসব খাদ্য সামগ্রী নগরীর মির্জাপুলস্থ চুন্নমিয়া লেইনে প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ও জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো. ফিরোজ সালাহ্উদ্দিন। যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব প্রধান মো. ইসমাইল হক চৌধুরী ফয়সালের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ার আজম, আব্দুর রশিদ খান, মুহাম্মদ ইয়াহইয়াব খতিয়ার, কৃষ্ণ দাশ।
নগরীর শুলকবহর, মুরাদপুর, দুইনম্বর গেইট, বহদ্দারহাট, চকবাজার এলাকার প্রতিবন্ধীদের চাউল, ডাল, চিনি, সুজি, লবণ, তেলউপকরণসমূহ বিতরণ করা হয়। খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সোসাইটির মহাসচিব মো. ফিরোজ সালাহ ্উদ্দিন বলেন, ‘রেড ক্রিসেন্ট মানবতার সেবায় প্রতিনিয়ত কাজ করে থাকে। প্রতিবন্ধীদের খাদ্য সামগ্রী বিতরণ সত্যিই প্রশংসনীয়। বিজ্ঞপ্তি