রেড ক্রিসেন্ট চট্টগ্রামের ‘ফ্লু কর্নার ও ইনভেস্টিগেশন সেল’ পরিদর্শনে বিডিআরসিএস মহাসচিব

নন কোভিড রোগীদের সেবা প্রদানের লক্ষ্য নিয়ে চলমান মাসব্যাপী ‘ফ্লু কর্নার ও ইনভেস্টিগেশন সেল’ কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো. ফিরোজ সালাহ্ উদ্দিন।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের বাস্তবায়নে মির্জাপুলস্থ ডা. শেখ শফিউল আজম এর বাসভবনে নিয়মিত রোগীদের মেডিসিন, গাইনি, বাতব্যাথা, শিশুসহ বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে ক্যাম্পে সেবা অব্যাহত রয়েছে।
এতে প্রতিনিয়ত রোগীদের সেবা প্রদান করছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ও চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম, ডা. সাফকাত আজম শাকিব, ডা. শেখ সানজানা শারমিন।
এ সময় আরো উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সিটি ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য আনোয়ার আজম, চট্টগ্রাম জেলা ইউনিটের ইউনিট লেভেল অফিসার আব্দুর রশিদ খান, সিটি ইউনিটের ইউনিট লেভেল অফিসার মুহাম্মদ ইয়াহইয়া বখতিয়ার, যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব প্রধান মো. ইসমাইল হক চৌধুরী ফয়সালসহ যুব স্বেচ্ছাসেবকরা। বিজ্ঞপ্তি