রেড ক্রিসেন্টের জরুরি প্রাথমিক চিকিৎসা সেবা

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির তত্ত্বাবধানে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্যা রেড ক্রস (আইসিআরসি) সহযোগিতায় রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিটের আয়োজনে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের স্বেচ্ছাসেবকদের বাস্তবায়নে ফাস্ট এইড ইন আদার সিচুয়েশন অব ভাইলেন্স (ওএসভি) কর্মসূচির আওতায় জরুরি ভিত্তিতে নির্বাচনী এলাকার বিভিন্ন কেন্দ্রে সংঘটিত সংঘর্ষে আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা সেবা কার্যক্রম সম্পন্ন করেছে।
নির্বাচন উপলক্ষে বিভিন্ন দলীয় সদস্যের মধ্যে অনাকাক্সিক্ষত পরিস্থিতিতে সংঘাত সৃষ্টি হলে, দলমত নির্বিশেষে, বিভিন্নবর্ণ, শ্রেণী-পেশার মানুষদের যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের একদল প্রশিক্ষিত সদস্যরা এ প্রাথমিক চিকিৎসা সেবাপ্রদান করা সহ সংকটাপন্ন আহত ব্যক্তিদের যুব রেড ক্রিসেন্টের নিজস্ব অ্যাম্বুলেন্স এর মাধ্যমে তাৎক্ষণিক হাসপাতালে প্রেরণ করে।
নগরীর লালখান বাজার, পাহাড়তলী, আমবাগানসহ বিভিন্ন এলাকায় সংঘাতময় পরিস্থিতিতে যুব সে¦চ্ছাসেবকরা সেবা প্রদান করে।
উক্ত কার্যক্রম সার্বিকভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শন, পর্যবেক্ষণ এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য এবং রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম, রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিট এর সেক্রেটারি আবদুল জব্বার।
এ সময় আরো উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিট এর কার্যকরী সদস্য আনোয়ার আজম। কার্যক্রমের ৪টি টিমে নেতৃত্ব প্রদান করেন রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিট এর কার্যকরী সদস্য মহসিন উদ্দিন চৌধুরী ফয়সাল, শাফকাত জাহান, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এর যুব প্রধান ইসমাইল হক চৌধুরী ফয়সাল এবং স্বাস্থ্য ও সেবা বিভগীয় প্রধান জনি চৌধুরী।
এছাড়াও উক্ত কার্যক্রমটি বাস্তবায়ন করতে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের ৩০ জন স্বেচ্ছাসেবক মাঠে ছিলেন। রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের জরুরি প্রাথমিকচিকিৎসা সেবাকার্যক্রমটি ২৮ জানুয়ারি নির্বাচনী পরবর্তী সময় পর্যন্ত মাঠ পর্যায়ে নিযুক্ত থাকবে স্বেচ্ছাসেবকরা। বিজ্ঞপ্তি