রিটার্ন জমার শেষ দিন আজ

আয়কর দিবস উপলক্ষে সংক্ষিপ্ত অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক :
২০২০-২১ অর্থ বছরের ব্যক্তিশ্রেণি আয়কর রিটার্ন দাখিলের নির্ধারিত সময় শেষ হচ্ছে আজ ৩০ নভেম্বর। একই সাথে দেশের অন্যান্য স্থানের মত চট্টগ্রামেও আজ পালিত হবে জাতীয় আয়কর দিবস। এ উপলক্ষে চট্টগ্রামের চার কর অঞ্চলের উদ্যোগে সিডিএ আবাসিক এলাকাস্থ কর অঞ্চল চট্টগ্রাম-৪ এর কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আকারে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। করোনার কারণে এবারে জাতীয় রাজস্ব বোর্ড আয়কর মেলা বাতিল করার প্রত্যাশিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন আয়করদাতারা। তবে চট্টগ্রামের চারটি কর অঞ্চলের উদ্যোগে আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকাস্থ আয়কর অফিস চত্বরে গত অক্টোবর থেকে রিটার্ন নেয়ার ব্যবস্থা করেছে। প্রথম দিকে কম থাকলেও গত এক সপ্তাহ ছিল উল্লেখযোগ্য উপস্থিতি। আয়কর কর্মকর্তা ও কর্মচারীরা পালাক্রমে দায়িত্ব পালন করে স্বাস্থ্যবিধি মেনে অপেক্ষাকৃত ছোট জায়গায় তাদের সেবা দিয়ে যাচ্ছেন। তবে যৌক্তিক কারণ দেখিয়ে ৩০ নভেম্বরের মধ্যে সময় চেয়ে সংশ্লিষ্ট সার্কেল কর্মকর্তার কাছে আবেদন করার বিধান রাখা হয়েছে। এদিকে এবারে ই-টিনধারী সকলের জন্য রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। অন্যথায় তাদের জরিমানা গুনতে হবে। এ উপলক্ষে চট্টগ্রামের চার কর অঞ্চলের উদ্যোগে সিডিএ আবাসিক এলাকাস্থ কর অঞ্চল চট্টগ্রাম-৪ এর কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আকারে অনুষ্ঠানের আয়োজন করেছে। শুরু থেকে আয়কর মেলায় উৎসবমুখর পরিবেশে করদাতারা এক জায়গায় সকল ধরনের সুবিধা পেয়ে আসছিলেন। আয়কর কর্মকর্তা-কর্মচারীরা রিটার্নপূরণসহ বিভিন্ন পরামর্শ দিয়ে করদাতাদের উৎসাহিত করেছেন। কিন্তু পর্যাপ্ত জায়গার অভাব ও করোনার কারণে এবার ব্যাংক বুথসহ এ ধরনের সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। অনলাইনে রিটার্ন দাখিলের ঘোষণা দেয়া হলেও কারিগরি ক্রটির অজুহাতে রাজস্ব বোর্ড পরে তা বাতিল করেছে। শুধু মাত্র এবার ঢাকার কর অঞ্চল-৬ এর করদাতারা এ সুযোগ পাচ্ছেন।