রাতে আসছে আয়নাবাজি’র প্রথম পর্ব

সুপ্রভাত ডেস্ক

‘আয়নাবাজি’ সিনেমার পর এবার করোনায় মানুষকে সচেতন করতে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ ‘ঘরে বসে আয়নাবাজি’। মঙ্গলবার রাত সাড়ে ১০টা থেকে দেখা যাবে সচেতনতামূলক এ ধারাবাহিক। ‘ঘরে বসে আয়নাবাজি’র প্রথম পর্ব প্রচার হবে লাইভ স্ট্রিমিং অ্যাপস ‘র‌্যাবিটহোল’ ও ব্র্যাকের ফেসবুক পেজে। অমিতাভ রেজা পরিচালিত সিনেমা ‘আয়নাবাজি’র চরিত্র আয়না, হৃদি ও সাংবাদিক সাবের করোনা সংকটকালে কী করছে, সেটা নিয়েই এবারের গল্প। ঘরে বসেই নির্মাতা ও কলাকুশলীরা এই সিরিজের কাজ করেছেন। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা ও পার্থ বড়ুয়া। ব্র্যাক ও অস্ট্রেলিয়ান এইডের সহায়তায় নির্মিত হয়েছে এটি। আয়নাবাজি সিরিজটির প্রসঙ্গে অমিতাভ রেজা বলেন, অনেক দিন থেকে ‘আয়নাবাজি’ ছবিটি মানুষের মনে গেঁথে রয়েছে। সেই চরিত্রগুলো যেন এবার মানুষকে সচেতন করতে পারে এই লক্ষ্য নিয়েই সিরিজটি নির্মাণ করেছি। এদিকে এরই মধ্যে প্রকাশিত হয়েছে সিরিজের টিজার ও একটি গান। সিরিজের জন্য গল্প লিখেছেন নাসিফ ফারুক। তিনটি পর্বের সিরিজের প্রতিটির দৈর্ঘ্য ৭ থেকে ৮ মিনিট।

খবর ডেইলিবাংলাদেশ’র।