রাঙামাটিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৩

নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি :

মঙ্গলবার মধ্যরাতে আসা রিপোর্টে জানা গেলো শুধুমাত্র জেলা শহরেই একদিনেই আক্রান্ত হয়েছেন আরো ১৭ জন। এনিয়ে জেলায় মোট আক্রান্ত ৪৩ জন।

রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক  ফোকাল পার্সন ডা.  মোস্তফা কামাল  রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার রাত ১২টার পর চট্টগ্রাম  ভেটেনারি ও এ্যানিমেল সায়েন্স (সিভাসু)  থেকে আসা রিপোর্টে এই ফলাফল জানা গেছে বলে নিশ্চিত করেছেন এই চিকিৎসক।  শহরের যেসব এলাকা থেকে এই রিপোর্টে পজিটিভ আক্রান্তদের পাওয়া গেছে তাদের মধ্যে চক্র পাড়া ১ জন, রাজবাড়ি ১ জন, মানিকছড়ি ১ জন, দেওয়ান পাড়া ১ জন, রাঙামাটি জেনারেল হাসপাতাল ২ জন, উত্তর কালিন্দীপুর ৩ জন, রাঙ্গাপানি ১ জন, মাঝের বসিত্ম ১ জন, ম্যাজিস্ট্রেট কলোনি -১ জন, রায় বাহাদুর সড়ক ৩ জন, কল্যাণপুর ১ জন এবং তবলছড়ির ওমদামিয়া হিল ১ জন। এই ১৭ জনের মধ্যে বেসরকারি একটি ক্লিনিকের মালিক চিকিৎসকও আছেন।