যুক্তরাষ্ট্র ওপেন নিয়ে উদ্বিগ্ন জোকোভিচ

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :
চলতি বছরের যুক্তরাষ্ট্র ওপেন করার চেষ্টা হচ্ছে আগস্টের মাঝামাঝিতে। কিন্তু তার আগে এই প্রতিযোগিতার স্বাস্থ্যবিধি নিয়ে মুখ খুললেন বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় নোভাক জোকোভিচ। তার মতে, ‘চরম’ এবং ‘অবাস্তব’ কিছু বিধিনিষেধের কথা উল্লেখ করা হয়েছে।
ইউরোপের একটি টিভি চ্যানেলকে জোকোভিচ এ দিন বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ওপেনে যে নিয়ম মেনে চলার কথা আয়োজকেরা বলছেন, তা চরম।’ তিন বারের যুক্তরাষ্ট্র ওপেন চ্যাম্পিয়ন জোকোভিচ আরও বলেন, ‘ম্যানহাটানে প্রবেশাধিকার নেই। বিমানবন্দরের হোটেলেই ঘুমোতে হবে। সপ্তাহে তিন বার স্বাস্থ্য পরীক্ষা হবে। এ ছাড়াও মাত্র একজন সাপোর্ট স্টাফ নিয়ে কোর্টে যেতে হবে। যা মানা অসম্ভব। কারণ কোচ, ফিটনেস বিশেষজ্ঞ ও ফিজিয়োথেরাপিস্ট তো লাগবেই।’
খবর : আনন্দবাজার’র।