যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গতে চায় তাদের আইনের আওতায় আনুন

ছাত্র ও য্বু সমাজের প্রতিবাদ সমাবেশে বক্তারা

জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা এবং একটি উগ্র মৌলবাদী গোষ্ঠীর ধর্মীয় অপব্যাখ্যা দিয়ে জাতির পিতাকে নিয়ে অবমাননাকর বক্তব্যে দেওয়ার প্রতিবাদে ও জাতির কাছে ক্ষমা প্রার্থনা করার দাবিতে বুধবার বিকেল ৩টায় চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড়ে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ চট্টগ্রামের প্রতিবাদী ছাত্র ও য্বু সমাজ এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক ফরহাদুল ইসলাম চৌধুরী রিন্টুর সভাপতিত্বে ও যুবনেতা মনির হোসেন ও নগর ছাত্রলীগের সদস্য মোশরাফুল চৌধুরী পাভেল এর যৌথ সঞ্চালনায় আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে চট্টগ্রাম মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এম ইউনুস বলেছেন, স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার হুংকারকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা না গেলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিনষ্ট হতে পারে। তাই এই উগ্রমৌলবাদী গোষ্ঠীটিকে আইনের আওতায় আনুন।
মানববন্ধন কমর্সূচিতে সংহতি প্রকাশ করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এর তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, নগর ছাত্রলীগ এর সাবেক সভাপতি এম আর, আজিম, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন, বেসরকারি কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ, কেন্দ্রীয় ছাত্রলীগ এর সাবেক-সহ সম্পাদক হাবিবুর রহমান তারেক, নগর ছাত্রলীগের সহ-সভাপতি সৌমেন বড়ুয়া, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য রাজেশ বড়ুয়া, জামালখান ওয়ার্ড আওয়ামী লীগ নেত্রী সুচিত্রা গুহ টুম্পা, শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, মনির হোসেন, আবুল হাসান, জয় শংকর সরকার ও আনিস আহম্মেদ মহসিন আরাফাত। আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ শফি, ইকবাল আহমেদ ইমু, জহিরুল ইসলাম মঞ্জু, ইসমাঈল হোসেন লিটন, রুবেল আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি