যাত্রী সল্পতায় আগামী ২১ জুন থেকে বন্ধ হচ্ছে সোনার বাংলা এক্সপ্রেস

সুপ্রভাত ডেস্ক :

ঢাকা-চট্টগ্রাম রুটের সোনার বাংলা এক্সপ্রেস ও ঢাকা-নোয়াখালী রুটের উপকূল এক্সপ্রেস ও   সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ২১ জুন থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ দুটি আন্তনগর ট্রেন চলাচল করবে না।

বাংলাদেশ রেলওয়ের বুধবারের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণে রেড জোন এলাকায় নতুন করে লকডাউন ও সাধারণ ছুটি থাকায় ঢাকা-নোয়াখালী ও ঢাকা-চট্টগ্রাম রুটে যাত্রী সংখ্যা কমে যাচ্ছে। এ কারণে, আগামী ২০ জুন পর্যন্ত উপকূল এক্সপ্রেস ও সোনার বাংলা এক্সপ্রেস চলবে এবং এর পরদিন থেকে বন্ধ থাকবে।

এর আগে, গত ১৫ জুন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামান আপাতত ট্রেনের সংখ্যা বাড়াবে না বলে ঘোষণা দিয়েছিলেন। যাত্রী স্বল্পতার কথা জানিয়ে সে সময় তিনি দুটি ট্রেন বন্ধ হতে পারে উল্লেখ করলেও, নাম বলেননি। রেলওয়ের গতকালের বিজ্ঞপ্তিতে ট্রেন দুটির নাম জানানো হলো।

দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর গত ৩১ মে আটটি আন্তঃনগর ট্রেন ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে চলতে শুরু করে। ৩ জুন থেকে আরও ১১টি ট্রেন চালু হয়। বর্তমানে ১৯টি ট্রেন চালু থাকলেও, নতুন ঘোষণায় দুটি ট্রেন বন্ধ হওয়ায়, ২১ জুন থেকে চালু থাকবে ১৭টি ট্রেন।