যাত্রী সংকটে তিন রুটে বিমানের ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক :
যাত্রী সংকটের কারণে চালুর একদিনের মাথায় অভ্যন্তরীণ তিন রুটে ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
এক ক্ষুদে বার্তায় মঙ্গলবার বিমান জানিয়েছে, করোনার কারণে দুই মাসের বেশি সময় বন্ধ থাকার পর সোমবার থেকে প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম রুটে দুটি, সিলেটে দুটি ও সৈয়দপুরে তিনটি ফ্লাইট পরিচালনার ঘোষণা দেয় বিমান।
আগের সাতটি ফ্লাইট থেকে কমিয়ে বুধবার থেকে সৈয়দপুর রুটে দুটি, সিলেট রুটে একটি এবং চট্টগ্রাম রুটে একটি করে ফ্লাইট পরিচালনা করা হবে।
করোনার কারণে অভ্যন্তরীণ রুটে গত ২৪ মার্চ থেকে বিমানের সব ফ্লাইট চলাচল বন্ধ করা হয়। সোমবার থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে অভ্যন্তরীণ মোট ৭টি ফ্লাইট চলাচলের অনুমতি দেয় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।