মৎস্যসম্পদ উন্নয়নে কাজ করছে সরকার

মৎস্যবন্দর পরিদর্শনে প্রাণিসম্পদমন্ত্রী

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের সর্ববৃহৎ ইউনিট চট্টগ্রাম মৎস্যবন্দর পরিদর্শন করলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। গতকাল দুপুরে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান কাজী হাসান আহমেদ, মৎস্যবন্দরের উর্ধ্বতন কর্মকর্তাগণ। এসময় মন্ত্রী চট্টগ্রাম মৎস্যবন্দরের অকশন হল, বেসিন, মেরিন ওয়ার্কশপ, ম্যাল্টিচ্যানেল ডর্কইয়ার্ডসহ সকল উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বাংলাদেশ মৎস্যবন্দরের কার্যক্রম সম্পর্কিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মন্ত্রী। এ সময় মৎস্যবন্দরের কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, একসময় মৎস্য সেক্টরে খুব খারাপ অবস্থা ছিল। বর্তমানে এ অবস্থা থেকে উত্তরণ ঘটেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৎস্য সেক্টরে উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মন্ত্রী জানান, প্রতিবছর দেশে ১ একর করে কৃষিজমি কমে যাচ্ছে। তবে যা আছে তা সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারলে দেশের কৃষি ও মৎস্য সেক্টরে ব্যাপক উন্নয়ন ঘটানো সম্ভব। এ সম্পদ উন্নয়নে যা করা দরকার, সরকার তার সবই করবে।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান কাজী হাসান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ। মতবিনিময় সভায় মৎস্যবন্দরের মহাব্যবস্থাপক কমান্ডার এম আর কে জাকারিয়া মৎস্যবন্দরের বর্তমান ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন। মৎস্যবন্দরের নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে বক্তব্য রাখেন মৎস্য উন্নয়ন করপোরেশনের সিবিএ সহসভাপতি কৌশিক আহম্মেদ, নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান। রবিউল ট্রলের ব্যবস্থাপনা পরিচালক রবিউল ইসলাম. মো. জাহেদ প্রমুখ। বিজ্ঞপ্তি