মেসিকে কিনতে প্রস্তুত হচ্ছে ম্যান সিটি

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :
মেসি বার্সেলোনা ছাড়ছেন এটা অনেক পুরনো গুঞ্জন। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছুই বলেননি বার্সা তারকা। তবে সংবাদমাধ্যমের খবর, তাকে কিনতে বেশ আটঘাট বেধেই নেমেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি। উয়েফার ফেয়ার প্লে নীতির কথা মাথায় রেখেই এগোচ্ছে ক্লাবটি। কারণ একটু এদিক ওদিকে হলেই নিষেধাজ্ঞা নেমে আসবে তাদের ওপর।
স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো এর আগে অনেকবারই খবর প্রকাশ করেছে, বার্সেলোনায় থাকতে চান না মেসি। এই দলে তিনি নিজের ভবিষ্যৎ দেখছেন না। এমনকি বার্সার কিছু বোর্ড কর্তাও নাকি তাকে দলে চান না। তবে বার্সা সভাপতি এর আগে বলেছিলেন, মেসিকে যেভাবেই হোক দলে রাখবেন তিনি।
মেসি এ বিষয়ে নিজে কিছু না বলায় গুঞ্জন ছড়াচ্ছে বেশি। ম্যান সিটি ছাড়া ইতালিয়ান সিরি আ’র দল ইন্টার মিলান মেসিকে কিনতে আগ্রহ প্রকাশ করেছে। শোনা গেছে, এরই মধ্যে মেসিকে প্রস্তাব পাঠিয়েছে তারা। মিলানে মেসির এজেন্টের গমন এই গুঞ্জনকে বাড়িয়ে দিয়েছে বহুগুণ।
মেসির ট্রান্সফারের বিষয়ে সবশেষ খবর জানিয়েছে ইএসপিএন। সংবাদমাধ্যমটি জানিয়েছে, মেসিকে কেনার প্রস্তাব দেয়ার প্রস্তুতি নিচ্ছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ ক্লাবটি বর্তমানে তাদের তহবিল যাচাই করে দেখছে মেসিকে কেনা সম্ভব কিনা।
অবশ্য মেসিকে কেনার পথে মূল বাধা ৭০০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ। এত টাকার মধ্যে কত অর্থের বিনিময়ে তারা মেসিকে কিনতে পারবে সেটা নিয়েই বর্তমানে আলোচনা চলছে বলে জানিয়েছে ইএসপিএন। অতিরিক্ত খরচ করতে গিয়ে উয়েফার ফেয়ার প্লের শর্ত লঙ্ঘন করলে ফুটবল থেকে নিষেধাজ্ঞা পেতে পারে ম্যান সিটি। তাই সবদিক ভেবেই ক্লাবটি এগোচ্ছে বলে জানা গেছে। খবর : ডেইলিবাংলাদেশ’র।