মেধস আশ্রমকে জাতীয় তীর্থস্থান ঘোষণার দাবি

জাতীয় হিন্দু মহাজোটের পুনর্মিলনীতে বক্তারা

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, বোয়ালখালী উপজেলা শাখার পুণর্মিলনী অনুষ্ঠান গত ২৭ নভেম্বর বোয়ালখালীর চ-িতীর্থ মেধস মুনির আশ্রম প্রাঙ্গণে জাতীয় হিন্দু মহাজোট, বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি পলাশ মল্লিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুমন দে’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
মেধস মুনি আশ্রমের পুরোহিত চন্দন চক্রবর্তীর মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, বোয়ালখালী উপজেলার সভাপতি সুব্রত বিশ্বাস সিকিম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি শ্যামল বিশ্বাস, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব বলভদ্র অনুগা, সুমন পাল, শ্যামল দাশ রানা, রতন দাশ সজল, ইঞ্জিনিয়ার নিউটন দাশ, অলক দাশ। বক্তারা বলেন সারা বাংলাদেশে হিন্দুদের ওপর বিভিন্নভাবে ধর্ম অবমাননার অজুহাত তুলে ঘরবাড়ি ভাঙচুরসহ নির্যাতনÑনিপীড়ন চলছে, পত্রিকার পাতা খুললে এসব চিত্র দেখতে পাওয়া যায়। বক্তারা হিন্দু নির্যাতন বন্ধে সরকারের সুদৃষ্টি কামনা করেন এবং চ-িতীর্থ মেধস মুনি আশ্রমকে জাতীয় তীর্থস্থান ঘোষণারও দাবি জানান। হিন্দু মহাজোট ও যুব মহাজোটের সদস্যদের উদ্দেশ্যে বক্তারা আরও বলেন, অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার, নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার আছেন সবসময়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জুয়েল দাশ, শুভাশীষ চৌধুরী, মিশন শীল, শ্রীবাস বিশ্বাস, অ্যাডভোকেট স্বরূপ রায়, যীশু তালুকদার, টিটু চৌধুরী, মিটুন দাশ, নন্দ দুলাল চৌধুরী, সুব্রত চৌধুরী, সৈকত শীল, শ্রীচরণ বিশ্বাস, তমাল বিশ্বাস, বাবুল দাশ, সুজন চক্রবর্তী, প্রদীপ দত্ত, শ্যামা প্রসাদ দাশগুপ্ত, দেবাশীষ চৌধুরী, জুয়েল চৌধুরী, শুভ দে, বাবুল দে, সাজিব চৌধুরী, বিপ্লব দে, বিজয় দে, শুভ নন্দী, বিপ্লব দাশ প্রমুখ। বিজ্ঞপ্তি