মুম্বাইকে ‘পাকিস্তান অধিকৃত কাশ্মীর’ বলে কঙ্গনার তুলনা

সুপ্রভাত ডেস্ক :
কঙ্গনাকে বলা হয় ‘বলিউড কুইন’। এই ইন্ডাস্ট্রি কখনও নিরাশ করেনি তাকে। অন্তত তার ক্যারিয়ার সেরকমই বলে। যদিও তার মনে চাকচিক্যে মোড়া এই বি-টাউনের জন্য জমেছে অভিমানের পাহাড়। কখনও তা ঝরে পড়ে নালিশের সুরে, কখনও আবার তা উঁকি দেয় তার টটুইটারের দেয়ালে। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু যেন সেই আগুনেই আরও ঘি ঢেলেছে। খবর বাংলানিউজের।
বলিউড থেকে রাজনীতি কঙ্গনার ক্ষোভের নিশানায় আছে অনেক বড় বড় নাম। ফলশ্রুতিতে তারপর থেকেই নানা হুমকি পাচ্ছেন তিনি। মুম্বাই শহরে মোটেই সুরক্ষিত বোধ করছেন না। তিনি লেখেন, গুন্ডা-মাফিয়াদের থেকেও এ মুহূর্তে তিনি মুম্বাই পুলিশকে ভয় পাচ্ছেন বেশি। তাই সুরক্ষা চাইতে হলে তিনি সোজা হিমাচল প্রদেশ সরকার বা কেন্দ্রের থেকেই চাইবেন। কিন্তু কোনও ভাবেই মুম্বাই পুলিশের দ্বারস্থ হবেন না।
মুম্বাই পুলিশকে নিয়ে কঙ্গনার ওই টুইটের পর তিনি আবারও লেখেন, শিবসেনা নেতা সঞ্জয় রাউত তাকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন মুম্বাই শহরে না ফেরার। এরই প্রেক্ষিতে কঙ্গনা জানান, কেন তার এই শহরকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মতো ভয়ঙ্কর মনে হচ্ছে।