‘মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’

করোনাকালীন সংকটে সাংবাদিকদের মাঝে অর্থ সহায়তা প্রদান করেছে সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগ। গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে ফিনল্যান্ড ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ‘সংবাদ ২১’র সহায়তায় এই অর্থ সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস।
সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগের আহ্বায়ক শরীফ চৌহানের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক প্রীতম দাশ’র সঞ্চালনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, প্রচার-প্রকাশনা সম্পাদক মিন্টু চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে আলী আব্বাস বলেন, স্বাধীনতার এতো বছর পরও মুক্তিযুদ্ধ বিরোধী সাম্প্রদায়িক অপশক্তি দেশ বিরোধী ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র প্রতিহত করে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ গঠনে শুভবুদ্ধি সম্পন্ন দেশপ্রেমিক নাগরিককে ঐক্যবদ্ধ থাকতে হবে। বঙ্গবন্ধুর আদর্শে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুদা-দারিদ্রমুক্ত, সুখি-সুন্দর, স্বনির্ভর জাতি গঠনে সকলের সম্মিলিত প্রয়াস ঘটাতে হবে।
অনুষ্ঠানে আলোচনা পর্ব শেষে ‘সংবাদ ২১’র সম্পাদক ফিনল্যান্ড প্রবাসী নূরর জামান ভূঁইয়ার পৃষ্ঠপোষকতায় ও অনুরূপ দাশ টিটুর সহযোগিতায় সাংবাদিকদের মাঝে অর্থ সহায়তা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক প্রনব বল, মোহাম্মদ ফারুক, সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগের যুগ্ম আহ্বায়ক শ্যামল ধর প্রমুখ। বিজ্ঞপ্তি