মিশ্র মিতালি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

গলুই প্রকাশন চট্টগ্রামের আয়োজনে কবি ও ব্যাংকার জসিম উদ্দিন মনছুরির কাব্যগ্রন্থ ‘মিশ্র মিতালি’র মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব গলুই প্রকাশনের কর্ণধার কাজী সাইফুল হকের সঞ্চালনায় চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন মৌলানা মোহাম্মদ আলী। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কবি ও গবেষক ড. মুহাম্মদ ফরিদুদ্দিন ফারুক। সভাপতিত্ব করেন অধ্যাপক মোহাম্মদ আবদুস সালাম।
বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. আকরামুল করিম, ইসলামি ব্যাংক বাংলাদেশ লি. এর এভিপি মো. আনোয়ার হোসাইন, গ-ামারা বড়ঘোনা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাসান মুরাদ চৌধুরী, গ-ামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের উপদেষ্টা মর্তুজা আলী, গ-ামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের সভাপতি নুরুল মুহাম্মদ কাদের, বাঁশখালী ফাউন্ডেশন চট্টগ্রামের কোষাধ্যক্ষ মোহাম্মদ হোসাইন সিকদার, সাহিত্যগ্রুপ বাংলা কবিতাঙ্গনের প্রতিষ্ঠাতা পরিচালক কবি ফারুক জাহাঙ্গীর, গেরিলা মুক্তিযোদ্ধা ও মানবাধিকার কর্মী শুক্কুর চৌধুরী, খোরশেদ মুকুল, ইসলামিক ফউন্ডেশন কর্মকর্তা নুরুল হক সিকদার ও মুহাম্মদ ইসহাক ছানুবি প্রমুখ। আলোচনায় অংশগ্রহণ করেন গোলাম সারওয়ার পেয়ারু, প্রকৌশলী গোলাম সরওয়ার চৌধুরী, শিক্ষক রাকিবুল হাসান, মাওলানা নুরুল আমিন, কবির সহধর্মিণী মুমতাহিনা রিবু, সংস্কৃতি কর্মী মোহাম্মদ দিদারুল আলম সোহেল, ডা. মঈন উদ্দিন ও প্রকৌশলী রুকন উদ্দিন প্রমুখ।
জসিম উদ্দিন মনছুরি রচিত ‘মিশ্র মিতালি’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচনে প্রধান অতিথি অধ্যাপক ড. মুহাম্মদ ফরিদুদ্দিন ফারুক বলেন, উত্তরাধুনিক সময়ের একজন কবি জসিম উদ্দিন মনছুরি। বিজ্ঞপ্তি