মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিনিধি, মিরসরাই :
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক ও চালকের সহকারী নিহত হয়েছে।
সোমবার (১ জুন) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট কমফোর্ট হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার বড়বিল এলাকার আবদুল কাদিরের পুত্র ট্রাক চালক মোহাম্মদ আরিফ হোসেন (২৫) ও একই গ্রামের মোহাম্মদ ইউনুসের পুত্র চালকের সহকারী (হেলপার) মোহাম্মদ শাহীন (২৩)।
জানা গেছে, ফেনী থেকে ছেড়ে আসা একটি ট্রাক (যার নং ফেনী ড-১১-০১০০) চট্টগ্রামের দিকে যাওয়ার পথে বারইয়ার হাট বাজারের উত্তর পাশে কমফোর্ট হাসপাতাল লিমিটেডের সামনে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনা স্থলেই চালক ও চালকের সহকারী মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. ফিরোজ হোসেন।
তিনি বলেন, দুর্ঘটনার নির্দিষ্ট কোন কারণ জানা না গেলেও নিহত চালক ও হেলপার সম্ভবত ঘুমে ছিল। চলন্ত অবস্থায় তাদের ট্রাকটি কোন লরিকে ধাক্কা দেয় বলে ধারণা করা হচ্ছে।
এতে ট্রাকটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় গাড়ির চালক ও হেলপার।