মিরসরাইয়ে করোনা সচেতনতায় কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ’

নিজস্ব প্রতিনিধি, মিরসরাই :

মিরসরাইয়ে কোভিড-১৯ এর ব্যাপক কার্যক্রম পালন করেছে এনজিও সংস্থা ‘কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ’। এনজিও সূত্রে জানা গেছে, গত ১৫ জুলাই মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের আওতায় মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৫ জন ডাক্তারের মাঝে ১৫টি পিপিই, ১৫ জোড়া গ্লাভস, ১৫টি ফেইস প্রটোকটর, ১৫টি মাক্স বিতরণ করা হয়।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানূর রহমান, প্রকল্প ব্যবস্থাপক তপন ত্রিপুরা, লোকাল সেন্টাল কমিটির সভাপতি বাদল দাশ, পরিচালনা কমিটির সদস্য তপন নাথ ও প্রকল্প হিসাব রক্ষক সুকান্ত চৌধুরী উপস্থিত ছিলেন।

এছাড়া গত ২৪ জুন ১৯৬টি পরিবারের মাঝে ১৭ কেজি চাউল, ২ কেজি মসুরী ডাল, এক কেজি সয়াবিন তেল, ৫ কেজি আলু, এক কেজি পেঁয়াজ, এক কেজি লবণ, একটি গায়ে মাখার সাবান, ৫টি কাপড় কাচা সাবান বিতরণ করা হয়। একই দিন ১৯৬টি পরিবারের মাঝে ৯৮০টি মাক্স বিতরণ করা হয়।

এ বিষয়ে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক তপন ত্রিপুরা জানান, করোনা ভাইরাসের শুরু থেকে দেশের অবহেলিত জনগোষ্ঠির পাশে রয়েছে ‘কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ’।