মিরপুরে অনুশীলনের অনুমতি পেলেন না মুশফিকরা

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :
শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলন করতে চেয়েছিলেন মুশফিকুর রহিম ও অন্য সিনিয়র ক্রিকেটাররা। কিন্তু কোভিড-১৯ অতিমারির জেরে সেই আবেদন নাকচ করে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি।
বিসিবি জানিয়েছে যে, মিরপুর স্টেডিয়াম পুরো জীবাণুমুক্ত করার প্রক্রিয়া শেষ হয়নি। তার জন্যই অনুশীলন সম্ভব নয়। বিসিবি-র মুখ্য কার্যনির্বাহী বা চিফ এগজিকিউটিভ নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘মুশফিক আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল। ব্যক্তিগত ভাবে ও অনুশীলন শুরু করতে বলেছিল। কিন্তু আমরা ওকে বলেছি যে তা করা এখনও নিরাপদ নয়। ওর উচিত ঘরে অনুশীলন করা। ট্রেনিং তো জরুরি বটেই, কিন্তু তার চেয়েও জরুরি হল ক্রিকেটারদের সুস্থ থাকা।’
তিনি আরও বলেছেন, ‘আরও কয়েক জন ক্রিকেটার জানতে চেয়েছিল যে, ব্যক্তিগত ভাবে ওরা অনুশীলন শুরু করতে পারে কি না। আমাদের বক্তব্য সবার কাছেই এক। আমাদের পরিকাঠামোকে জীবাণুমুক্ত করার জন্য আমরা পরিশ্রম করছি। আর সেই কাজটা এখনও শেষ হয়নি। আমরা সার্বিক পরিস্থিতির দিকে নজর রাখছি। আমরা তাড়াহুড়ো করে সিদ্ধান্তে আসছি না। অনেক দেশই খেলাধুলা শুরু করছে। আমরাও আগামী দিনে তা করব। কিন্তু তার কোনও নির্দিষ্ট তারিখ এখনই দিতে পারছি না।’
খবর : আনন্দবাজার’র।