মাস্ক ব্যবহার না করায় ১৬ জনকে জরিমানা হাটহাজারীতে

নিজস্ব প্রতিনিধি, হাটহাজারী :

মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কিছুটা কমলেও শীতের আগমনে আবারও ভয়ংকর রূপ নিচ্ছে প্রাণঘাতী ভাইরাসটি। করোনার দ্বিতীয় ডেউ ঠেকাতে মাস্ক পরিধান বাধ্যতামূলক করতে তৎপরতা কাজ শুরু করেছে প্রশাসন। এ লক্ষ্যে গতকাল বেলা ১১ টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত হাটহাজারী পৌরসভার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে সহকারী কমিশনার (ভ‚মি) শরীফ উল্লাহ এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ১৬ মামলায় ৬ হাজার ১শ টাকা জরিমানা করা হয়েছে।
সহকারী কমিশনার (ভ‚মি) শরীফ উল্লাহ সুপ্রভাতকে বলেন, করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে পৌরসভা এলাকার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযান চলাকালে ১৬ টি মামলায় ১৬ জন ব্যক্তিকে মাস্ক পরিধান না করায় আইন অনুযায়ী ৬ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।
এ সময় মাস্ক পরার বিষয়ে জনগণকে সচেতন করার লক্ষ্যে ব্যাপক প্রচারণাও চালানো হয় এবং ব্যক্তি উদ্যোগে অনেকের মাঝে মাস্ক বিতরণ করা হয়