নগরে দুপক্ষের সংঘর্ষে প্রাণ গেল দিন মজুরের, আটক তিনজন

নিজস্ব প্রতিবেদক :
নগরের ওয়ারলেস এলাকায় দুপক্ষের মারামারির মধ্যে প্রাণ গেল এক দিনমুজুরের।  বুধবার মধ্যরাতে ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নিহত দিন মজুরের নাম মো. সাব্বির (১৯)। তিনি ওয়ারলেস এলাকার মো. ইকবালের ছেলে জানিয়েছে পুলিশ।

সূত্রটি বলছে, স্থানীয়রা ঘটনাটি দূর্ঘটনা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করে। দাফনের জন্য হাসপাতাল থেকে তার লাশও নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে পুলিশ লাশটি পুনরায় চমেক হাসপাতালে নিয়ে যায়। আজ বৃহস্পতিবার দুপুরে সাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

খুলশী থানার ওসি প্রণব চৌধুরী জানান, দুইপক্ষের মারামারির মধ্যে পড়ে সাব্বির খুন হয়। তবে খুনের মোটিভ জানা যায়নি। হত্যাকান্ডে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। খুব দ্রুত ঘটনার রহস্য পরিষ্কার হবে। খুনের ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে ।

এদিকে দিনমজুর খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজন অবাঙালিকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় গ্রেফতার হওয়া অবাঙালীরা হলেন- শামসের, হৃদয়, মানিক।  তাদের আনুমানিক বয়স ২২ বছর।

ঘটনার বিবরণ দিয়ে খুলশি থানার ওসি প্রণব চৌধুরী জানান, বুধবার মধ্যরাতে ঝাউতলা লাদেনের বাংলাে এলাকায় মদ খেয়ে মাতলামি করায় অন্য এলাকার কিছু যুবকের সাথে স্থানীয় যুবকদের হাতাহাতি হয়। এরপর লাদেনের বাংলো এলাকার ছেলেরা তাদের ধাওয়া করলে সেখান থেকে চলে যায়।

লাদেনের বাংলো এলাকায় বিরোধে জড়ানো দুই ছেলে ওয়্যারলেস ৫ লেইনে অবস্থান করছে শুনে লাদেনের বাংলোর ছেলেরা তাদের ধরে আনতে যায়। এসময় স্থানীয় লোকজন তাদের বাধা দিলে কথা কাটাকাটি হয়। এসময় সাব্বির তার বাসা থেকে বের হয়ে কী হয়েছে তা দেখতে গেলে অন্ধকারে কে বা কারা ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সাব্বির খুনের ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন ওসি প্রণব।