মানিকছড়িতে তামাক চাষিদের সমাবেশ

নিজস্ব প্রতিনিধি, মানিকছড়ি  :

মানিকছড়িতে তামাক চাষ বিকল্প জীবিকায়ণে সহায়তা অংশ হিসেবে কৃষকদের মাঝে বাদাম বীজ বিতরণ ও কৃষি সমাবেশ অনুষ্টিত হয়েছে। গত ৮ ডিসেম্বর সকাল ১১টায় উপজেলার হালদার পাড় গোরখানা‘ শাহানশাহ হক ভান্ডারী সুন্নিয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত তামাক চাষ বিকল্প জীবিকায়ণে ২৫জন চাষির মাঝে বাদাম বীজ বিতরণ উপলক্ষে কৃষি সমাবেশ অনুষ্ঠিত হয়।উপজেলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান সঞ্চালিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা, মো. নাজমুল ইসলাম মজুমদা, ডা. সুচয়ণ চৌধুরী, মো. সজীব হোসেন, মিলন বিকাশ চাকমা, মো. রাশেদুল ইসলাম ও জুনিয়র কৃষি কর্মকর্তা থুইঅংপ্রু মারমা প্রমূখ। সভাপতি’র বক্তব্য শেষে ২৫ জন কৃষকের হাতে ১০ কেজি হারে বাদাম বীজ তুলে দেয়া হয়।

পরে অতিথিরা ইতিপূর্বে সৃজিত ফল-ফলাদির বাগান ও সবজি ক্ষেত পরিদর্শন করেন।