মাদক, জঙ্গিবাদ ও ইভটিজিং রুখতে সবার ভূমিকা জরুরি

পটিয়ায় বিট পুলিশিং সভায় বক্তারা

নিজস্ব প্রতিনিধি,পটিয়া :

মাদক, জঙ্গিবাদ ও ইভটিজিং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। যে সমস্ত পরিবার মাদকসক্তিতে জড়িয়ে পড়েছে সে পরিবার পর্যায়ক্রমে ধ্বংস হয়ে যায়। ধর্ষণ, নারী নির্যাতন মাদকসহ বিভিন্ন অপরাধ নির্মুল করতে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। এই ধরনের কর্মকান্ড করলে কাউকে রেহাই দেওয়া হবে না। এই ধরনের ঘটনা এলাকায় থাকলে বিট পুলিশিং কর্মকর্তা ও নিকটস্থ পুলিশকে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। এলাকায় জনপ্রতিনিধি, রাজনীতিকবিদ, সুশীল সমাজ ঐক্যবদ্ধ থাকলে এলাকায় কোন মাদক ব্যবসা, সন্ত্রাসী কার্যক্রম করতে পারে না। মঙ্গলবার বিকেলে পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং এর প্রথম সভায় পুলিশের পক্ষ থেকে এমন বক্তব্য রাখেন। কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেমের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহির উদ্দিনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া থানার ওসি (তদন্ত) মিনহাজ মাহমুদ ভুঁইয়া, পটিয়া প্রেস ক্লাব সভাপতি হারুনুর রশিদ ছিদ্দিকী, পটিয়া থানার এসআই মোরশেদ আলম, এএসআই রিদন চন্দ্র রায়,ইউছুপ মেম্বার, মো. আলী মেম্বার, শিপ্রা দত্ত মেম্বার, কাঞ্চন শীল, কাজী জিয়াউর রহমান, মেম্বার রত্মা নন্দী, মো. জহির উদ্দিন, মো. মনছুর, মো. মোজাম্মেল হক, অজিত মহাজন, নাজিম মেম্বার, মো. জাহাঙ্গীর, জহির আহমদ চৌধুরী, মৃণাল কান্তি বড়–য়া প্রমুখ। সপ্তাহে একদিন কাশিয়াইশ ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং এর দায়িত্বে থাকবেন রিদন চন্দ্র রায়। এলাকার কারো কোন অভিযোগ থাকলে তাকে সরাসরি অথবা গোপনে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।