মতবিনিময় সভায় ডা. শাহাদাত : দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও চসিক মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, আজ দেশের সাধারণ মানুষ নিদারুণ কষ্টের মধ্যে দিন যাপন করছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে হাহাকার করছে দেশের মানুষ। লাগামহীনভাবে শাক সবজি, পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার নাগালে নেই। আলুর দাম অতীতের সব রেকর্ডকে ভঙ্গ করেছে। বাজার মনিটরিং বলতে কিছুই নেই। সিন্ডিকেট ব্যবসায়ীরা বাজার নিয়ন্ত্রণ করছে। সরকার বাজার নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।
তিনি ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির নের্তৃবৃন্দের মাঝে সুরক্ষা সামগ্রী হস্তান্তর ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, দুর্নীতি ও দুঃশাসন সারাদেশকে গ্রাস করেছে।
৪১ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক শফিউল আলম মেম্বারের সভাপতিত্বে ও মো. জসিম উদ্দীনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপির সহ-সভাপতি মো. মিয়া ভোলা, যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, পতেঙ্গা থানা বিএনপির সভাপতি ডা. নুরুল আবছার, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহাব উদ্দীন। বিজ্ঞপ্তি