ভর্তির উৎসব ইডিইউতে

করোনা অতিমারীর স্থবিরতা কাটিয়ে নতুন প্রাণ ফিরে পাচ্ছে উচ্চশিক্ষা অর্জনে আগ্রহীরা। ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) স্প্রিং ২০২১ সেমিস্টারের অ্যাডমিশন ফেয়ার বা ভর্তি মেলায় ভর্তিচ্ছুদের উপচে পড়া ভিড় সে কথাই জানান দিয়েছে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও অনলাইনে আয়োজিত দিনব্যাপী এ মেলা ভর্তির উৎসবে পরিণত হয়। ১২ জানুয়ারি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে ভর্তিচ্ছুরা ফরম সংগ্রহ করেন মেলায়।

স্পট এডমিশনে ৫০ শতাংশ ছাড়ের সুবিধা থাকায় অনেকেই এদিন ভর্তি ফরম নিয়ে ফেলেন আজই। এছাড়া ইডিইউর শিক্ষা কার্যক্রম, অনলাইনের পাঠদান প্রক্রিয়াসহ অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য নেন। ইডিইউর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, করোনাকালে ক্যাম্পাস বন্ধ থাকা ও এইসএসসি পরীক্ষা না হওয়ার ফলে বাংলাদেশের উচ্চশিক্ষা অঙ্গন এক ক্রান্তিকালের মুখোমুখি। আমরা অনলাইনে ক্লাস চালিয়ে গেলেও অনাগত শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাস ক্লাস, ল্যাব সুবিধা উন্মুক্ত করার বিকল্প নেই। অ্যাডমিশন ফেয়ারে অনলাইন সুবিধা থাকার পরও ভর্তিচ্ছুদের অধিকাংশেরই ক্যাম্পাসে আসা তাদের সেই আকুতিরই বার্তা বহন করে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্লাস করার ক্ষেত্রে যথাযথ পরিকল্পনা ও কৌশল গ্রহণ করে ক্যাম্পাস খুলে দেয়ার কথা সরকার বিবেচনা করতে পারে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সামস উদ-দোহা, রেজিস্ট্রার সজল কান্তি বড়–য়াসহ প্রত্যেক বিভাগের ডিন, ফ্যাকাল্টি মেম্বার ও কর্মকর্তারা। বিজ্ঞপ্তি