ব্রিটিশবিরোধী সংগ্রামের স্মৃতি স্থাপনা সংরক্ষণ করতে হবে

ছাত্র ইউনিয়নের সমাবেশ

ব্রিটিশবিরোধী আন্দোলনের স্মৃতি বিজড়িত যাত্রা মোহন সেনগুপ্তের শত বছরের পুরোনো একটি ভবনের একাংশ বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার প্রতিবাদে গতকাল ৫ জানুয়ারি সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম জেলার প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়।
ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি এ্যানি সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক টিকলু কুমার দে, কোষাধ্যক্ষ রনি কান্তি দেব, পাহাড়তলী থানা সংসদের যুগ্ম আহ্বায়ক নিশান রায়, হালিশহর থানা সংসদের আহ্বায়ক আশিক এলাহী, কোতোয়ালী থানা সংসদের কোষাধ্যক্ষ অয়ন সেনগুপ্ত, সরকারি সিটি কলেজের শিক্ষার্থী শুভ নাথ প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী।
সমাবেশে বক্তারা বলেন, ‘একটি প্রভাবশালী মহল ব্রিটিশবিরোধী আন্দোলন এর স্মৃতি বিজড়িত যাত্রামোহন সেনগুপ্তের বাড়িটিতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতাদের স্মৃতি জড়িয়ে আছে। বাড়িটি ছিল প্রগতিশীল আন্দোলনের সূতিকাগার। দীর্ঘদিন ধরে বাড়িটি একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। কিন্তু সোমবার বাড়িটির সামনের অংশ বুলডোজার দিয়ে ভেঙে দেয়া হয়। এটি নিঃসন্দেহে ব্রিটিশবিরোধী আন্দোলনের স্মৃতি ও প্রগতিশীল চেতনার উপর আঘাত। অতীতেও বাঙালির লড়াই সংগ্রামের চেতনাকে মুছে দিতে চেয়েছে অপশক্তি। বক্তারা বলেন, ব্রিটিশবিরোধী সংগ্রামের স্মৃতি স্থাপনা সংরক্ষণ করতে হবে’।
বক্তারা অবিলম্বে দুষ্কৃতকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চবি সংসদের সভাপতি গৌরচাঁদ ঠাকুর অপু এবং চুয়েট সংসদের সদস্য চিরঞ্জিত দাশ প্রতিবাদ সমাবেশে সংহতি জানান। সমাবেশ শেষে একটি প্রতিবাদী মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবে এসে শেষ হয়। বিজ্ঞপ্তি