‘ব্যাটন ঝড়’র পর বৃষ্টির হানা প্রথম টি-টোয়েন্টিতে

টম ব্যাটনের একটি ছয়ের মার -ক্রিকইনফো

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :
করোনা সংকট কাটিয়ে মাঠে ফিরেছে ক্রিকেট। টেস্ট সিরিজে শেষ দু’ম্যাচের মত ইংল্যান্ড-পাকিস্তান প্রথম টি-টোয়েন্টি’তেও দাপট দেখালো বৃষ্টি। গতরাতে ম্যানচেষ্টারে বৃষ্টির কারণে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি পরিত্যক্ত হয়েছে। ম্যাচটি পরিত্যক্ত হবার আগে ব্যাট হাতে ঝড় তুলেন ইংল্যান্ডের তরুণ ব্যাটসম্যান টম ব্যাটন। টস হেরে প্রথমে ব্যাট করতে নামা ইংল্যান্ডের ইনিংস ওপেন করতে নামেন ব্যাটন।
২১ বছর বয়সী ব্যাটন ৪২ বল মোকাবেলায় ৪টি চার ও ৫টি ছক্কায় ৭১ রান করেন। টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ ম্যাচে এসে প্রথম হাফ-সেঞ্চুরির দেখা পান তিনি।
ব্যাটনের সঙ্গে তাল মেলাতে পারেননি ইংল্যান্ডের অন্য ব্যাটসম্যানরা। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেন ডেভিড মালান। ১৪ রান করেন ইয়োইন মরগান।
বৃষ্টিতে খেলা বন্ধ হবার আগে ইংল্যান্ড ১৬ দশমিক ১ ওভারে ৬ উইকেটে ১৩১ রান করতে পারে। বল হাতে পাকিস্তানের তিন স্পিনার ইমাদ ওয়াসিম-শাদাব খান ২টি করে ও ইফতেখার আহমেদ ১টি উইকেট নেন।
আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ম্যানচেষ্টারেই হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। একই ভেন্যুতে পহেলা সেপ্টেম্বর হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।
ইংল্যান্ড-পাকিস্তানের তিন ম্যাচ টেস্ট সিরিজের শেষ দু’টিতেও বৃষ্টির দাপট ছিলো। ম্যানচেস্টারে প্রথম টেস্ট ৩ উইকেটে জিতে সিরিজটি ১-০ ব্যবধানে জিতে স্বাগতিক ইংল্যান্ড। খবর : ডেইলিবাংলাদেশ’র।