বোর্ডের বার্ষিক সভায় সৌরভই সভাপতি

Former cricketer Sourav Ganguly and newly-elected president of the Board of Control for Cricket in India (BCCI) smiles during a press conference at the BCCI headquarters in Mumbai on October 23, 2019. - Ganguly was unanimously elected on October 23 as president of India's troubled cricket board, the sport's most powerful body. (Photo by Punit PARANJPE / AFP)

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :
লাইফলাইন পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহ। কয়েক মাস আগে মেয়াদ শেষ হয়ে গেলেও আপাতত ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট হিসেবেই কাজ চালাবেন তিনি। একই ভাবে বোর্ড সচিব ও যুগ্ম সচিব থাকছেন যথাক্রমে জয় শাহ ও জয়েশ জর্জ। সুপ্রিম কোর্ট গতকাল জানিয়েছে যে তাদের ব্যাপারে জানুয়ারিতে হবে পরবর্তী শুনানি।
বিসিসিআই দেশের সর্বোচ্চ আদালতে লোঢা কমিটির সুপারিশে কিছু সংশোধনী আনতে চেয়ে আর্জি জানিয়েছিল। তার মধ্যে সৌরভ, জয়ের মেয়াদ বাড়ানোর আবেদনও ছিল। বোর্ডের এখনকার সংবিধান অনুসারে বোর্ড বা অনুমোদিত রাজ্য সংস্থায় টানা ৬ বছর পদে থাকার পর ৩ বছরের জন্য কুলিং-অফে যেতেই হবে সেই পদাধিকারীকে। সৌরভদের মেয়াদ সেই হিসেবে শেষ হয়ে গিয়েছিল। সেই কারণেই আবেদন জানানো হয়েছিল। যাতে সৌরভ-জয়রা কাজ চালিয়ে যেতে পারেন প্রেসিডেন্ট ও সচিব পদে।
জানুয়ারির তৃতীয় সপ্তাহে এই ব্যাপারে শুনানি হবে সুপ্রিম কোর্টে। আপাতত সৌরভরাই থাকছেন বোর্ডের দায়িত্বে। ২৪ ডিসেম্বর বোর্ডের বার্ষিক সাধারণ সভাতেও বোর্ড প্রেসিডেন্ট হিসেবে উপস্থিত থাকছেন সৌরভ। খবর : আনন্দবাজার’র।