বেশি দামে স্যানিটাইজার, স্যাভলন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি : ১২ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক :

নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বেশি দামে স্যানিটাইজার, স্যাভলন, অননুমোদিত ঔষুদ মেয়াদোত্তীর্থ ঔষুদ বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের কারণে ১২ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

বৃহস্পতিবার ( জুলাই) সকাল ১০ টা থেকে নগরীর কোতয়ালী, পাঁচলাইশ, চকবাজার ডবলমুরিং এলাকায় তদারকিমূলক ভিযান রিচালিত হয়। ভিযানে ১২ প্রতিষ্ঠানকে ভোক্তা ধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় ৭৫ হাজার টাকা রিমানা করা য়েছে। এসময় মেয়াদ উত্তীর্ণ মেয়াদবিহীন ওষুধ ধ্বংস করা হয়

জাতীয় ভোক্তা ধিকার সংরক্ষণ ধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপরিচালকমোহাম্মদ য়েজ উল্যাহ, সহকারী রিচালক নাসরিন আক্তার, সহকারী রিচালক (মেট্রো) পাপীয়া সুলতানা লীজা জেলা কার্যালয়ের সহকারী রিচালক মুহাম্মদ হাসানুজ্জামান ভিযান রিচালনা রেন

চট্টগ্রাম মেট্রোপলিটন (সিএমপি) পুলিশের সহায়তায় চালানো ভিযানে নগরীর মেডিক্যাল লেজ এলাকার সূজা ফার্মেসিকে বেশি দামে ্যানিটাইজার বিক্রয় করায় ১০ হাজার, সাথী মেডিক্যাল হলকে বেশি দামে ্যাভলন বিক্রয় করায় ১৫ হাজার, ল্লিক ড্রাগ হাউসকে একই অপরপধে হাজার, চকবাজার এলাকার বেগম ফার্মেসিকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করায় হাজার, ডেল্টা ফার্মেসিকে মেয়াদ উত্তীর্ণ অননুমোদিত ওষুধ সংরক্ষণ করায় ১০ হাজার, লালচাঁদ রোডের লিট ফুডকে হাজার, মূল্যতালিকা প্রদর্শন না করায় একই এলাকার ক্যাফে জয়নগরকে হাজার, কোতোয়ালী থানাধীন নবাব সিরাজদ্দৌলা রোডের সম্রাট ফার্মেসী ১৫ হাজার, চন্দনপুরা লাইফ কেয়ার ফার্মেসিকে হাজার, আন্দরকিল্লার জহির স্যানিটাইজারকে ফুটপাতে বেশি দামে ্যাভলন বিক্রয় করায় হাজার, ডবলমুরিং থানার বেপারী পাড়া বাজারে হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন না করায়  শফি সওদাগরের মাংসের দোকানকে হাজার, আগ্রাবাদ কমার্শিয়াল এলাকার নিউ বরিশাল হোটেলকে নোংরা পরিবেশন করায় হাজার টাকা জরিমামা করা হয়েছে