বেশি দামে পণ্য বিক্রয় ও মূল্য তালিকা না থাকায় জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক :
নগরীর বিভিন্ন এলাকার বাজার ও দোকানে বেশি দামে পণ্য বিক্রয় করা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ৪৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১টা থেকে নগরীর চকবাজার, কোতয়ালী ও ইপিজেড এলাকায় অভিযান চালানো হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক, নাসরিন আক্তার, সহকারী পরিচালক (মেট্রো) পাপীয়া সুলতানা লীজা ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান অভিযান পরিচালনা করেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন (সিএমপি) পুলিশের সহায়তায় চালানো অভিযানে ৮ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনাকালে তিনটি টিসিবি ট্রাকসেল পর্যবেক্ষণ করা হয়।
জনস্বার্থে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকারের কর্মকর্তারা।