বৃহত্তর চট্টগ্রামে আজ থেকে ভ্যাট মেলা শুরু

করদাতা পাবেন সর্বোচ্চ সেবা

নিজস্ব প্রতিবেদক :
আগামী এক মাসের মধ্যে চট্টগ্রামে আরো চারশো ইএফডি (ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস) মেশিন স্থাপন করা হবে। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামের উদ্যোগে দু’দিনব্যাপী ভ্যাট মেলা উপলক্ষে গতকাল আগ্রাবাদ সদর দপ্তরের সৈকত মিলনায়তনে সাংবাদিকদের সাথে আলাপকালে কমিশনার মোহাম্মদ আকবর হোসেন এ তথ্য জানান। কমিশরানেটের আওতাধীন ৮টি বিভাগে (চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলা) আজ ১১ জানুয়ারি ও কাল ১২ জানুয়ারি আয়োজিত এ মেলায় অনলাইনে ভ্যাট প্রদান, নতুন নিবন্ধন, ইএফডি সংক্রান্ত কার্যক্রম ও অন্যান্য বিষয়ে করদাতাদের সেবা দেয়া হবে। তিনি আরো বলেন, ভ্যাটের আওতা বৃদ্ধি ও এ বিষয়ে কোনরূপ অস্পষ্টতা ও ভীতি দূর করাই এ মেলার আয়োজন।
বর্তমানে এ কমিশরানেটের অধীনে ১২০টি প্রতিষ্ঠানে ইএফটি মেশিন স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে দেয়া ভ্যাট চালানের উপর প্রতি মাসে লটারি করে ১০১জনকে পুরস্কার দেয়া হচ্ছে। কমিশরানেটের আওতায় এখন নিবদ্ধিত করদাতা আছে ২৬ হাজার ৭৫০। এর সংখ্যা বাড়াতে সংশ্লিষ্ট বিভাগ ও সার্কেল কর্মকর্তারা জরিপ কাজ করছেন বলে জানানো হয়। যুগ্ম কমিশনার মুশফিকুর রহমান ও মো. সেলিম শেখ, উপ কমিশনার শাহীনুর কবির পাভেল ও সাঈদ আহমেদ রুবেল, সহকারী কমিশনার অনুরূপা দেব সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
ক্যাপশান: ভ্যাট মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ আকবর হোসেন।