বিশ্বব্যাপী করোনায় একদিনে সংক্রমিত ৩ লাখ ৭ হাজার ৯৩০ জন

করোনা টেস্টের জন্য নমুনা নেওয়া হচ্ছে

সুপ্রভাত ডেস্ক :

বিশ্ব স্বাস্থ্য সংস্থা রোববার জানিয়েছে, বিশ্বব্যাপী নিশ্চিত করোনভাইরাস সংক্রমণের সংখ্যা ২ কোটি ৮৬ লাখ ৩৭ হাজার ৯৫২ এ দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছে ৩ লাখ ৭ হাজার ৯৩০ জন। খবর তাস’র।
রোববার ডাব্লিউএইচও’র তথ্য অনুসারে, ২৪ ঘন্টায় মৃতের সংখ্যা আরো ৫ হাজার ৫৩৭ জন বৃদ্ধি পাওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ১৭ হাজার ৪১৭ জনে।
উত্তর এবং দক্ষিণ আমেরিকায় গত ২৪ ঘন্টায় ১ লাখ ৩২ হাজার ৪৬৪ জনের করোনভাইরাস সংক্রমণের রিপোর্টসহ সবচেয়ে বেশি সংখ্যক মোট ১ কোটি ৪৬ লাখ ৯৯ হাজার ১৭৪ জন সংক্রমণের খবর পাওয়া গেছে। সেখানে মৃতের সংখ্যা ৩,৩০৮ জন বেড়ে, মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০৮,৭০৫ জনে। দক্ষিণ-পূর্ব এশিয়াতে গত ২৪ ঘন্টায় ১০১,১১৯ জন নতুন সংক্রমণে মোট ৫,৩৭৭,,০৬২ জন কোভিড -১৯ সংক্রমিত এবং ২৪ ঘন্টায় ১,২৭০ জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা হয়েছে ৯২,৩৯১ জন।
করোনাভাইরাসের ক্ষেত্রে ইউরোপীয় অঞ্চলটি তৃতীয় স্থানে রয়েছে, সেখানে ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪,৭৯৬৪২৬ এবং সেখানে প্রায় ২২৫,৪৯৪ জন মারা গেছেন।
করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় মার্কিন যুক্তরাষ্ট্র শীর্ষে রয়েছে, সেখানে মোট আক্রান্তের সংখ্যা ্র৬,৩৮৬,৮৩২। এর পর ভারতে ৪,৭৫৪,৩৫৬, ব্রাজিলে ৪,২৮২,১৬৪, রাশিয়ায় ১,০৬৩,৮১১, পেরু ৭১৬,৬৭০, কলম্বিয়ায় ৭০২,০৮৮, মেক্সিকোতে ৬৫৮,২৯৯, দক্ষিণ আফ্রিকায় ৬৪৮,২১৪, স্পেনে ৫৬৬,৩২৬ এবং আর্জেন্টিনায় ৫৩৫,৭০৫ জন আক্রান্ত হয়েছে।