বিশ্বজুড়ে করোনা সংক্রমণ বাড়ছে

A medical staff wearing protective suits takes samples from a woman during the COVID-19 testing at a hospital in Seoul, South Korea, Friday, May 29, 2020. South Korea has reported dozens of new cases of the coronavirus, all in the densely populated Seoul metropolitan area, as officials scramble to stem transmissions linked to a massive e-commerce warehouse near the capital. (AP Photo/Ahn Young-joon)

সুপ্রভাত ডেস্ক :

৫ নভেম্বর একদিনে বিশ্বের ৬ লাখ ৮ হাজার ৪৪৩ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে যা মহামারি শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ।
গতবছরের শেষদিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসে মাত্র ১১ মাসেই আক্রান্ত হয়েছে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চল। শতাব্দীর সবচেয়ে শক্তিশালী এই মহামারিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের প্রায় পাঁচ কোটি মানুষ।
করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের শুক্রবারের হালনাগাদ করা তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সারা বিশ্বে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৯০ লাখ ৩৫ হাজার ১৪৬ জন যার মধ্যে মারা গেছেন ১২ লাখ ৩৯ হাজার ৬৬৫ জন।
ওয়ার্ল্ডোমিটার বলছে, গতকাল ৫ নভেম্বর একদিনে বিশ্বের ৬ লাখ ৮ হাজার ৪৪৩ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে যা মহামারি শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ।
এই একদিন মারা গেছেন ৮ হাজার ১৬৯ জন যা ২৪ ঘন্টায় মৃত্যুর হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ। মাত্র একদিন আগে গত ৪ নভেম্বর বিশ্বের ৯ হাজার ৫৬ জন মানুষ কোভিড আক্রান্ত হয়ে মারা যান।
বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৪৯ লাখ ৮৪ হাজার ৫২৪ জন। বর্তমানে চিকিৎসাধীন ১ কোটি ২৮ লাখ ১০ হাজার ৫৭ জন। এদের মধ্যে ১ কোটি ২৭ লাখ ২০ হাজার ৯২৭ জনের শরীরে মৃদু সংক্রমণ থাকলেও ৯০ হাজার ৩০ জনের অবস্থা গুরুতর।
ভাইরাসটির আক্রমণে সবচেয়ে খারাপ অবস্থা প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্রের। দেশটিতে এখন পর্যন্ত ২ লাখ ৪০ হাজার ৯৫৩ জনের মৃত্যু হয়েছে কোভিড-১৯ এ। আক্রান্ত হয়েছেন ৯৯ লাখ ১৯ হাজার ৫২২ জন।
মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরের অবস্থানে উঠে এসেছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ৬১ হাজার ৭৭৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্তের সংখ্যা ৫৬ লাখ ১৪ হাজার ২৫৮ জন।
মৃত্যুর তালিকায় ব্রাজিলের পরই দক্ষিণ এশিয়ার দেশ ভারতের অবস্থান। দেশটির ৮৪ লাখ ১১ হাজার ৭২৪ জন এ পর্যন্ত কোভিড-১৯ শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ২৫ হাজার ২৯ জন। এছাড়া দক্ষিণ আমেরিকার আরেক দেশ মেক্সিকোতেও কোভিড ১৯ এ ৯৩ হাজার ৭৭২ জনের প্রাণ গেছে।
পৃথিবীর মানচিত্রের সবচেয়ে বেশি জায়গাজুড়ে থাকা ইউরেশিয়ান দেশ রাশিয়াতেও সংক্রমণ শনাক্ত হয়েছে ১৭ লাখ ১২ হাজার ৮৫৮ জনের।
ভাইরাসটি প্রথম শনাক্ত হয় চীনে। সেখানে এ ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ১৫১ জন এবং মারা গেছেন ৪ হাজার ৬৩৪ জন।
বাংলাদেশে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ৪ লাখ ১৬ হাজার ৬ জনের শরীরে। এদের মধ্যে মারা গেছেন ৬,০২১ জন এবং সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩ লাখ ৩৩ হাজার ৫৮৮ জন।
ডিসেম্বরে চীনে করোনা ভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় ৮ মার্চ। ওইদিন তিন জন করোনা ভাইরাসের রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এরপর থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত শনাক্তকৃত রোগীর সংখ্যা অনেকটাই সমান্তরাল ছিল। কিন্তু এরপর থেকে বাড়তে থাকে রোগীর সংখ্যা।