বিশেষ অর্থনৈতিক অঞ্চল হবে পতেঙ্গা-হালিশহর

গণসংযোগকালে রেজাউল করিম চৌধুরী

নগরীর উত্তর ও দক্ষিণ পতেঙ্গাসহ দক্ষিণ হালিশহর ওয়ার্ডে গণসংযোগ করেন মেয়র পদপ্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী।
এ সময় বিভিন্ন পথসভায় রাখা বক্তব্যে উন্নত চট্টগ্রাম মহানগর গড়তে নৌকায় ভোট প্রার্থনা করে রেজাউল করিম চৌধুরী বলেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা জানেন কিভাবে সমস্যাকে সম্ভাবনায় পরিণত করতে হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচনের জন্য আওয়ামী লীগ ও জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছেন। আমি আপনাদের ভোট ও দোয়া চাই। তিনি বলেন, পতেঙ্গা হালিশহরের কৃষিজ পণ্য একসময় বেশ সমাদৃত ছিল। বিশেষত পতেঙ্গার তরমুজ মানে বিশেষ একটা ব্যাপার ছিল চট্টগ্রাম ও আশপাশের এলাকায়। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে গেলে জোয়ারে নোনাপানি প্রবেশ করে পতেঙ্গা হালিশহরের সুবিস্তীর্ণ ভূমির অনেকটা পরিত্যক্ত হয়ে যায়। বেড়িবাঁধ কাম আউটার রিং রোড নির্মাণ করে এ সমস্যাকে অপার সম্ভাবনায় পরিণত করেছে। পতেঙ্গা সি বিচের আধুনিকায়ন, বিস্তীর্ণ খোলা জায়গাকে পরিকল্পিত ছকে আন্তর্জাতিক মানের আবাসিক হোটেল, পার্ক, খেলার মাঠ, কালচারাল কমপ্লেক্স এবং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, শপিংমল সমৃদ্ধ আবাসিক এলাকা গড়ার
মধ্যে দিয়ে পতেঙ্গা হালিশহরকে পর্যটন ও শিল্পভিত্তিক আধুনিক মডেল টাউন হিসেবে গড়ে তোলার সম্ভাবনা জাগিয়ে তুলেছেন আমাদের জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আমি যদি মেয়র নির্বাচিত হই, নিরাপদ পরিবেশ বজায় রাখতে শিল্প পুলিশ ও পর্যটন পুলিশকে আধুনিক সরঞ্জামে সজ্জিত করে বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করে পতেঙ্গা হালিশহরকে নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট দপ্তর ও মন্ত্রণাণয়ের সাথে সমম্বয় সাধন করে বিশেষ তৎপরতার সাথে কাজ করব।
গণসংযোগকালে রেজাউল করিমের সাথে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক বদিউল আলম, কার্যনির্বাহী সদস্য কামরুল হাসান বুলু, রোটারিয়ান ইলিয়াস, থানা আওয়ামীলগের হারুনুর রশিদ, হাজি আবু তাহের, এম এ হালিম, এ এম এন ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সুলতান নাছির উদ্দিন, আকবর হোসেন, কাউন্সিলর পদপ্রার্থী আবদুল বারেক, ছালেহ আহম্মদ চৌধুরী, জিয়াউল হক সুমন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী শাহনুর বেগম এবং মহানগর, থানা, ওয়ার্ড ও ইউনিট আওয়ামীলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী গণসংযোগে অংশ নিয়ে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। বিজ্ঞপ্তি