বিভিন্ন সংগঠনের মাঝে মেয়রের ভোগপণ্য বিতরণ

কিন্টারগার্টেন কর্মচারীদের ভোগ্যপণ্য দিচ্ছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন আজ ২২ মে (শুক্রবার) বিভিন্ন সংগঠনের মাঝে ভোগ্যপণ্য বিতরণ করেন। এ সময় তিনি অটো রিক্সা ড্রাইভার অ্যাসোসিয়েশনের ২শ’ পরিবার, বাংলাদেশ হালকা মোটরজান চালক শ্রমিক ইউনিয়নের ৫শ’ পরিবার, কিন্ডারগার্টেন স্কুল কর্মচারীদের ৩শ’ পরিবার, রৌফাবাদ বাংলাদেশ হাউজিং সোসাইটিতে এবং চিটাগাং শপিং কমপ্লেক্স দোকান কর্মচারীদের ৫শ’ পরিবারের মাঝে ভোগ্যপণ্য বিতরণ করেন।
মেয়র বলেন, মানুষের বিপদের সময় পাশে থেকে সহযোগিতা করাই মানুষের ধর্ম হওয়া উচিত। একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে যদি একটি প্রাণ বাঁচে; একজন মানুষ বাঁচার স্বপ্ন দেখে তাতেই হয়তো জীবনের সার্থকতা খুঁজে পাওয়া সম্ভব। আমাদের দেশে বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। তখন আমাদের সমাজের কিছু মানুষ বিপদ সঙ্কুল পরিবেশে পতিত হয়ে অসহায় হয়ে পড়ে। ঠিক তখনি প্রয়োজন তাদের সহযোগিতার। বর্তমানে সারা দেশে মহামারি ও দুর্যোগের কারণে মানুষের অর্থনৈতিক অবস্থা দুরূহ হয়ে পড়েছে। এই অবস্থায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নিম্নজীবীর লোকজন। এ অবস্থায় সরকার নানাভাবে দুর্গতদের পুনর্বাসনের ব্যবস্থা করছে। এই কঠিন সময়ে আপামরদের পাশে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে এগিয়ে আসা অতীব জরুরি। বিজ্ঞপ্তি